পাকিস্তানের জার্সি ছুঁড়ে ফেলে বিতর্কিত আলিম দার

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2023-01-11T22:21:56+06:00
আপডেট হয়েছে - 2023-01-11T22:21:56+06:00
জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন কার না থাকে? আলিম দারের কখনো সেই স্বপ্ন পূরণ হয়নি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট 'এ' ম্যাচ খেলে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ক্যারিয়ার গড়েন আম্পায়ারিংয়ে। সেখানে অবশ্য বেশ সুনাম কুড়িয়েছেন। পাকিস্তানের তো বটেই, হয়েছেন বিশ্বেরও অন্যতম সেরা আম্পায়ার। তবে সেই আলিম দার এবার পাকিস্তানের ম্যাচ পরিচালনার সময়ই ছুঁড়ে ফেলে দিলেন পাকিস্তানের জার্সি।
রীতিমত অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে পাকিস্তান এদিন মাঠে নামে কিউইদের বিপক্ষে। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
নিউজিল্যান্ডের ইনিংসের খেলা চলাকালে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের এক থ্রো এসে লাগে আলিম দারের গায়ে। বলটা আলিম দারের পায়ে এমনভাবে আঘাত করেছিল, বুঝাই গেছে তিনি ভালোই ব্যথা পেয়েছেন। যদিও বল ছুটে আসতে দেখে আত্মরক্ষার চেষ্টাও করেছিলেন।
তবে তাতে লাভ না হওয়ায় ব্যথায় কাতর আলিম দার নিজের হাতে থাকা বোলার হারিস রউফের জার্সি ছুঁড়ে ফেলেন। এ নিয়ে অবশ্য খেলোয়াড়রা কোনো প্রতিক্রিয়া দেখাননি। বরং পাকিস্তানের ক্রিকেটাররা জড়ো হন তার পাশে, নিশ্চিত করেন সেবাশুশ্রূষা। অধিনায়ক বাবর আজম তো মাথায় হাত দিয়ে ফেলেন। নাসিম শাহ এসে আলিম দারের পায়ে হাত দিয়ে ব্যথা উপশমের চেষ্টা করতে থাকেন।
তবে সমর্থকদের অনেকে জার্সি ছুঁড়ে ফেলার বিষয়টিকে ভালোভাবে নেননি। কেউ কেউ বলছেন, আলিম দার এখানে খুব বাজে এটিটিউড দেখিয়েছেন। কেউ বলছেন, তিনি জার্সি নম্রভাবে মাটিতে রাখতে পারতেন, ব্যথা পেয়েছেন বলে এভাবে ছুঁড়ে ফেলার প্রয়োজন ছিল না। রসিকতা করে একজন আবার লিখেছেন, পাকিস্তানের খেলোয়াড়রা তাদের দ্বাদশ খেলোয়াড়কে এভাবে আহত করে ফেলল!
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।