দলের নাজুক পারফরম্যান্সে সাবেক ক্রিকেটারদের দ্বারস্থ পিসিবি
বিশ্বকাপে হঠাৎই ছন্দহীন হয়ে পড়েছে পাকিস্তান।

দলের ভালোর জন্য সাবেকদের দ্বারস্থ পিসিবি
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-10-25T08:02:21+06:00
আপডেট হয়েছে - 2023-10-25T08:02:21+06:00
বিশ্বকাপে দারুণ শুরু করেছিল পাকিস্তান। নেদারল্যান্ডসের পর শ্রীলঙ্কাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু এরপর শুরু হয় ছন্দপতন। একে একে ভারত, অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তানের কাছেও হেরেছে পাকিস্তান।
জাকা আশরাফ
দলের এমন অবস্থায় সাবেক ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। মঙ্গলবার প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক, সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আকিব জাভেদের সাথে লাহোরে দেখা করেন জাকা আশরাফ। তার পরিকল্পনায় আরো আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাকলাইন মুশতাক ও উমর গুল। সামনে এগোতে তাদের পরামর্শ নিতে চান পিসিবি প্রধান।
বর্তমান অবস্হায় পাকিস্তানের ভালোর জন্য সাবেক তারকাদের পরামর্শ জরুরি মনে করছে পিসিবি। আশরাফ গুরুত্ব দিয়েছেন সাবেকদের উপর যারা পাকিস্তানকে বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন।
পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, "এই খেলোয়াড়েরা পাকিস্তানকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে এবং তাদের অভিজ্ঞতা অমূল্য। আমরা খেলোয়াড়দের সার্বিক উন্নতির জন্য তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর আশা করছি। এভাবে আমরা আশা করছি আগামীতে আমরা সব বিভাগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে এমন খেলোয়াড় সরবরাহ করতে পারব।"
পিসিবির জন্য সাধারণ সমর্থকদের ক্ষোভ কমাতে এমন পদক্ষেপ নেয়া খুবই সাধারণ। অতীতেও বড় টুর্নামেন্টে খারাপ করলে তার ফলশ্রুতিতে এমন পদক্ষেপ নিয়েছে পিসিবি। পিসিবি প্রধান আরো জানিয়েছেন, জাতীয় ক্রিকেট একাডেমি ঘরোয়া ক্রিকেটের সেরা প্রতিভা বের করতে বিশেষায়িত ক্যাম্প হবে।
"এই ক্যাম্পের প্রাথমিক লক্ষ্য এই খেলোয়াড়দের পরিচর্যা করে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা। ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য কমিয়ে আনা।"
অনেক ক্রিকেট বিশ্লেষক ও কিছু সাবেক ক্রিকেটাররা বিশ্বাস করেন এমন পদক্ষেপ পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করবে না কারণ বর্তমান ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির চার মাস পূর্ণ হবে আগামী চার নভেম্বর। এরপর তারা কাজ করবে কি না তা এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে দুই জয় ও তিন হারে পয়েন্ট তালিকায় পাঁচে আছে পাকিস্তান। পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী ২৭ অক্টোবর উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।