
প্রকাশিত হয়েছে - 2024-08-24T16:27:22+06:00
আপডেট হয়েছে - 2024-08-24T16:32:00+06:00
রাওয়ালপিন্ডি টেস্টে আঙুলে আঘাত নিয়ে খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে আরো একবার জ্বলে উঠেছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার। মুশফিকের সেঞ্চুরিতেই রাওয়ালপিন্ডি টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মুশফিকুর রহিম
মাঝে দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। জাতীয় দলে খেলার আগে 'এ' দলের হয়ে পাকিস্তানে খেলেছেন, সেসময় ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও টাইগারদের হয়ে দারুণ এক সেঞ্চুরি করলেন মুশফিক। এই সেঞ্চুরি দিয়ে ২১ বছর পর পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করলেন কোন বাংলাদেশি ক্রিকেটার। এর আগে ২০০৩ সালে হাবিবুল বাশার ও জাভেদ ওমর পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করেছিলেন।
এই সেঞ্চুরিটি মুশফিকের ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেম তামিম ইকবালকে। এই ওপেনারের টেস্টে সেঞ্চুরি সংখ্যা ১০টি। বাংলাদেশিদের মধ্যে মুশফিকের সামনে কেবল ১২টি সেঞ্চুরি করা মুমিনুল হক।
বিদেশের মাটিতে সেঞ্চুরির রেকর্ডেও তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। ১১ টি সেঞ্চুরির পাঁচটিই মুশফিক করেছেন দেশের বাইরে, যেখানে তামিমের সেঞ্চুরির সংখ্যা চারটি। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের সেঞ্চুরি ২০টি। বাংলাদেশিদের মধ্যে মুশফিকের ওপরে কেবল তামিম ইকবাল। সবমিলিয়ে তামিমের সেঞ্চুরি ২৫টি।
এই সেঞ্চুরির ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান ছুঁয়েছেন মুশফিকুর রহিম। ১৫ হাজার ১৯২ রান নিয়ে সবার ওপরে তামিম।
মুশফিকের সেঞ্চুরির পাশাপাশি রাওয়ালপিন্ডি টেস্টে ৯৩ রানের দারুণ ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজও। এরইমধ্যে লিড নিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৫০৭ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।