পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ চূড়ান্ত
২ টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ চূড়ান্ত
প্রকাশিত হয়েছে - 2023-06-20T18:03:09+06:00
আপডেট হয়েছে - 2023-06-20T18:03:09+06:00
আসছে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সেই সফরে লঙ্কানদের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। এই টেস্ট সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্র শুরু করবে দুই দল।
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: গেটি ইমেজস
জুলাই মাসের ১৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে দুই টেস্ট। প্রথম টেস্টের ভেন্যু গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। আগামী ৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে পাকিস্তান দল। এরপর ১১ এবং ১২ জুলাই খেলবে প্রস্তুতি ম্যাচ। ১৬ জুলাই শুরু হয়ে যাবে দুই দলের ব্যাট-বলের লড়াই। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই।
সিরিজের জন্য এখনও স্কোয়াড দেয়নি স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ইতোমধ্যে বাবর আজমের নেতৃত্বে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে সফরকারী পাকিস্তান। এই সিরিজ দিয়েই লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। এছাড়া এখনও অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ হুরাইরা এবং আমির জামালকেও দলে ডেকেছে পাকিস্তান।
একনজরে সফরের সূচি :
১৬-২০ জুলাই : ১ম টেস্ট, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গল।
২৪-২৮ জুলাই : ২য় টেস্ট, সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়াম, কলম্বো।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।