██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

পাকিস্তানের হারে নাকভিকে পদত্যাগের আহ্বান কামরানের

পাকিস্তানের লজ্জাজনক হারের পর পিসিবি চেয়ারম্যানকে পদত্যাগের আহ্বান কামরান আকমলের

পাকিস্তানের হারে নাকভিকে পদত্যাগের আহ্বান কামরানের
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2025-04-03T19:00:05+06:00

আপডেট হয়েছে - 2025-04-03T19:00:05+06:00

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেই। পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফরম্যান্সে হতাশ সাবেক উইকেটরক্ষক কামরান আকমল কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি মনে করেন, নাকভি যদি দলের অবস্থা উন্নত করতে না পারেন, তাহলে তার উচিত পদত্যাগ করা।


নাকভি ও কামরান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৮৪ রানে হেরে সিরিজ হার নিশ্চিত করে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়ে বসে। এর আগে টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর ওয়ানডে সিরিজে এই হার আরো হতাশা বাড়িয়েছে।



ফলে পিসিবি চেয়ারম্যানের উপর ক্ষেপেছেন কামরান। এ নিয়ে কামরান নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "এটি লজ্জাজনক। পিসিবি চেয়ারম্যানকে ভাবতে হবে, যদি তিনি দলকে ঠিকমতো পরিচালনা করতে না পারেন, তাহলে তার উচিত পদত্যাগ করা। নিজের সুনাম নষ্ট করবেন না। যদি পদত্যাগ করতে না চান, তাহলে অন্তত দলকে উন্নতির পথে নিয়ে যান।"



দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বোলারদের দুর্বল পারফরম্যান্স নিয়েও হতাশ কামরান। ম্যাচের শুরুতে তারা দারুণ বোলিং করে নিউজিল্যান্ডকে ১৩২/৫-এ পরিণত করেছিল। কিন্তু এরপর মিচেল হে ও মোহাম্মদ আব্বাসের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ২৯২/৮ রান করে।

বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং নিয়ে তিনি বলেন, "পাকিস্তানের বোলাররা যদি এমন উইকেটে ভালো করতে না পারে, তাহলে তারা কোথায় পারফর্ম করবে? এশিয়ায় বলে, পিচ বোলারদের সহায়ক নয়। যেখানে সুবিধা পাওয়া যায়, সেখানেও কিছু করতে পারে না। তাহলে কি প্রতিপক্ষ আমাদের বিপক্ষে প্রতিবন্ধী খেলোয়াড়দের খেলাবে?"


তিনি আরও বলেন, "আমরা জানি না কোথায় বল করতে হবে। এর মানে আমাদের বোলিং বিভাগে পরিবর্তন আনা জরুরি। নতুন প্রতিভাবান বোলারদের দলে আনতে হবে।"


পাকিস্তান দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে দেশটির সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দলের উন্নতি না হলে পিসিবির ওপর চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.