পাকিস্তানে জুনিয়র টাইগারদের দাপুটে সিরিজ জয়
সিরিজের প্রথম ম্যাচটি সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল জুনিয়র টাইগাররা। শেষ ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়ে ট্রফি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশের যুবারা।

প্রকাশিত হয়েছে - 2022-11-14T19:32:17+06:00
আপডেট হয়েছে - 2022-11-14T19:32:17+06:00
ট্রফি নিয়ে জুনিয়র টাইগাররা
মুলতানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পাকিস্তানের এক ওপেনার। তাকে শিকার করেন রোহানাত দৌলা বর্ষণ। আরেক ওপেনারও সুবিধা করতে পারেননি। ৩৯ বলে করেন ১৭ রান। তাকেও শিকার করেন বর্ষণ। বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন পারভেন রহমান জীবন। ৭৮ রানে তিন উইকেট হারায় পাকিস্তান।
চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি পায় স্বাগতিকরা। ১০৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ তাইব আরিফ। ৪০ বলে ৩৪ রান করেন উজাইর মুমতাজ। তাদের দুইজনকেই শিকার করেন রাফি উজ জমান। এছাড়াও আরাফাত মিনহাজ করেন ২৬ বলে ৪৩ রান।
বাংলাদেশের পক্ষে বর্ষণ ও রাফি তিনটি করে উইকেট নেন। জীবন দুইটি ও ইকবাল হোসেন ইমন পান একটি উইকেট। ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডারও ব্যর্থ হয়। টপ অর্ডারে রান পান একমাত্র আশিকুর রহমান। ব্যর্থ হন চৌধুরী রিজওয়ান (৪), শাহরিয়ার সাকিব (১), সোহাগ আলি (৮) ও মোহাম্মদ শিহাব জেমস (৭)। আশিকুর খেলেন ৫৬ বলে ৭২ রানের ঝলমলে ইনিংস। দলের জয়ের পথ সহজ করে দেন তিনি।
মিডল অর্ডারে অর্ধশতক হাঁকান আহরার আমিন ও জীবন। আমিন ৭০ বলে ৫২ রান করে বিদায় নেন। তবে ৫৯ বলে ৫৭ রান করে অপরাজেয় থাকেন জীবন। ছয় উইকেট হারিয়ে ৪১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। জিতেছে চার উইকেটে। ম্যাচসেরা হয়েছেন জীবন।
সিরিজের প্রথম ম্যাচটি সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল জুনিয়র টাইগাররা। শেষ ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়ে ট্রফি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশের যুবারা। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের মিনহাজ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।