পাকিস্তান থেকে সরে যাচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু!
ওয়েস্ট এবং যুক্তরাষ্ট্রে আয়োজন করা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর।

পাকিস্তান থেকে সরে যাচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু!
প্রকাশিত হয়েছে - 2023-06-09T17:57:57+06:00
আপডেট হয়েছে - 2023-06-09T17:57:57+06:00
এশিয়া কাপ নিয়ে টানাহেঁচড়া এখনও শেষ হয়নি। ইতোমধ্যে অন্য আরেক টুর্নামেন্টে নিয়েও উঁকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজন করার কথা থাকলেও সেখান থেকে সরে যেতে পারে ভেন্যু।
চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ফাইল ছবি
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দিতে পারে আইসিসি। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে পারে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে। আয়োজক পাকিস্তানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে আইসিসি।
পাকিস্তানকে গিয়ে খেলতে ঘোর আপত্তি আছে ভারতের। যে কারণে ২০২৩ সালের এশিয়া কাপের ভেন্যু নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে। ২০২৫ সালে সেই পাকিস্তানে গিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে ভারতের রাজি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেটীয় অবকাঠামোর দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। যার ফলে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করাটা তাদের জন্য বেশ কঠিন ব্যাপার হতে পারে বলেই ধারণা করা যাচ্ছে।
পর্যাপ্ত ভেন্যু না থাকা, উপমহাদেশের ব্রডকাস্টারদের আর্থিক ক্ষতিসহ নানা ব্যাপার আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যার ফলে তাদেরকে আরও এক বছর অতিরিক্ত সময় দিতে চায় আইসিসি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যাও টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে কম। যার ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যুক্তরাষ্ট্র। সবকিছু প্রস্তুত করতে আরেকটু বেশি সময় পাবে তারা। টুর্নামেন্টের আয়োজনও সেক্ষেত্রে আরও বেশি নিখুঁত হবে বলে ধারণা করা যাচ্ছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ক্ষেত্রে বিকল্প হিসেবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের নাম আলোচনায় আছে। সবকিছু এখনও আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত নয় কিছুই। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আয়োজক হিসেবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডকেই সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে করছে আইসিসি।
পাকিস্তানে গিয়ে খেলতে চায় না ভারত। ফাইল ছবি
এই সম্পর্কিত একটি সূত্র নিউজ১৮ কে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত অবস্থা খুব বেশি সুবিধাজনক নয়। মেজর লিগ ক্রিকেট সফলভাবে আয়োজন করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ভিন্ন জিনিস। ভেন্যুই যদি প্রস্তুত না থাকে তাহলে আপনি কোথায় ম্যাচ আয়োজন করবেন? সেখানে এত বড় টুর্নামেন্টের আয়োজন করা উপমহাদেশের ব্রডকাস্টারদের জন্য আর্থিক ক্ষতির কারণও হতে পারে। মনে রাখতে হবে, উপমহাদেশেই রাজস্ব সবচেয়ে বেশি আসে।’
সবকিছুই এখনও আলোচনার টেবিলে আছে। চূড়ান্তভাবে চুক্তিতে স্বাক্ষর করেনি কোনো পক্ষই। এখানের চুক্তিতে ব্রডকাস্টাররাও জড়িত আছে। আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই ব্যাপারে আলোচনা হতে পারে। পাকিস্তানকে ভেন্যু বদলের ব্যাপারটি মেনে নেওয়ার জন্য অনুরোধ করবে আইসিসি। সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণও দিতে হতে পারে পিসিবিকে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।