"পান্টের জরিমানা হওয়া উচিত", আম্পায়ারের সাথে তর্ক নিয়ে গিলক্রিস্ট

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-13T11:33:36+06:00
আপডেট হয়েছে - 2024-04-13T13:23:21+06:00
আইপিএলে শুক্রবার মুখোমুখি হয়েছিল লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লী ক্যাপিটালস। ম্যাচের এক পর্যায়ে আম্পায়ারের সাথে দীর্ঘ বাক্যবিনিময়ে জড়ান পান্ট। এমন ঘটনার পর পান্টের জরিমানা হওয়া উচিত বলে মনে করেন অ্যাডাম গিলক্রিস্ট।
গিলক্রিস্ট ক্রিকবাজে বলেন, "আমি বিশ্বাস করি এটা খুব সাধারণ কথোপকথন ছিল। রিশাভ পান্ট বা অন্যান্য ক্রিকেটার যতই অভিযোগ করুক, আম্পায়ারের 'ইটস ওভার' বলে এগিয়ে যাওয়া উচিত। যদি সে (খেলোয়াড়) কথা বলতে থাকে তাহলে তার জরিমানা হওয়া উচিত।"
গিলক্রিস্ট কথা বলছিলেন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা নিয়ে। ইশান্ত শর্মার করা চতুর্থ বলে আম্পায়ার ওয়াইডের সংকেত দেন। এরপর পান্টের হাতের সংকেত দেখে আম্পায়ার তা রিভিউ করেন এবং ওয়াইডের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে রিভিউ হারায় দিল্লী ক্যাপিটালস।
তখন আম্পায়ারের সাথে বাক্যবিনিময় ঘটে পান্টের। ধারাভাষ্যকক্ষ থেকে বলা হচ্ছিল যে হয়তো রিভিউটি নিতে চাননি পান্ট। ফিল্ডারদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য হাত দিয়ে রিভিউয়ের সংকেত করেছিলেন তিনি, সেটা আম্পায়ারকে উদ্দেশ্য করে ছিল না।
আম্পায়ারের সাথে পান্ট কথা চালাচালি করলেও তাতে লাভ হয়নি। রিভিউ ফিরে আসেনি দিল্লী ক্যাপিটালসের।
ম্যাচে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে আয়ুশ বাদানীর অর্ধশতকের সুবাদে ১৬৭ রানের পুঁজি পায় লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস। রান তাড়া করতে নেমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের ৩৫ বলে ৫৫ রানের ইনিংস এবং রিশাভ পান্টের ২৪ বলে ৪১ রানের ইনিংসে ভর করে ১১ বল আগেই ম্যাচ জিতে নেয় দিল্লী ক্যাপিটালস। এটি চলতি আইপিএলে দিল্লী ক্যাপিটালসের দ্বিতীয় জয়।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।