
পান্টের দুর্দান্ত প্রত্যাবর্তনে খুশি গিল
প্রকাশিত হয়েছে - 2024-09-21T23:29:04+06:00
আপডেট হয়েছে - 2024-09-21T23:29:04+06:00
গাড়ি দুর্ঘটনায় লম্বা সময় মাঠের বাইরে থাকার পর সর্বশেষ আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন ভারতের ক্রিকেটার রিশভ পান্ট। আইপিএলে আলো ছড়িয়ে ভারতের জার্সিতে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরেছেন সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শুবমান গিল। টেস্টেও প্রত্যাবর্তনটা দারুণ হয়েছে রিশভ পান্টের।
প্রথম ইনিংসে ভালো শুরু পেয়েও কাজে লাগাতে না পারলেও চেন্নাই টেস্টের দ্বিতীয়
ইনিংসে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন পান্ট। শুবমান গিলের সাথে দারুণ এক জুটি গড়ে
ম্যাচ থেকে বাংলাদেশকে প্রায় ছিটকেই দিয়েছেন বলা চলে। গিলও হাঁকিয়েছেন সেঞ্চুরি।
পান্টের এমন ফেরার ব্যাপারটি ইতিবাচকভাবে দেখছেন গিল। তার সাথে ব্যাটিংটাও বেশ
উপভোগ করেছেন।
চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শুবমান গিল বলেন, ‘হ্যাঁ তার সাথে অনেক সময় কাটিয়েছি আমি। কামব্যাকের পর প্রথম ফিফটি এবং প্রথম সেঞ্চুরিও করতে দেখেছি। দারুণ আনন্দিত করেছে আমাকে ব্যাপারটি। কারণ আমি দেখেছি ফিরে আসার জন্য সে কী পরিমাণ পরিশ্রম করেছে। আমার মনে হয় সে নিজেও বেশ খুশি এমন পারফরম্যান্সে।’
দুজনের জুটির ব্যাপারে গিলের ভাষ্য, ‘আসলে আমরা চেয়েছি শুরুতে কিছুটা সময় নিতে। কারণ আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। ফলে আমরা ভেবেছিলাম বৃষ্টির কারণে কিছুটা ময়েশ্চার থাকতে পারে হয়ত। ৩-৪ ওভার খেলে ফেলার পর আমরা চেয়েছি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। এখানে আসলে রান তোলার চেয়ে বেশি জরুরি ছিল বোলারদের একটি নির্দিষ্ট সময় বল করাতে। এটাই প্ল্যান ছিল আমাদের।’
গিল আরও বলেছেন, ‘আসলে একজন ব্যাটার যখন ঠিক করে রাখে যে আমি এই শট খেলব, এই শট খেলে রান করব, তখন সেই শট খেলার মত জোনে বল পেতে হবে। তখনই সেখান থেকে রান বের করার কৌশল আয়ত্ব করতে হবে। ভালো বল পেলে আমি অবশ্যই ডিফেন্ড করেছি। সেই সাথে দলের চাহিদা কী ছিল সেটাও মাথায় রেখেছি। এটাই আগে আসবে। এসব মাথায় রেখেই গেমপ্ল্যান সাজাতে হয়।’
পিচ ব্যাটিংয়ের জন্য ভালো আছে বলে মনে করেন গিল। সাথে এও জানিয়েছেন, চতুর্থ দিনে টার্ন আশা করছেন। গিল জানান, ‘পিচ এখনও বেশ ভালো আছে ব্যাটিংয়ের জন্য। মাঝেমাঝে কিছু অড বল হয়ত টার্ন করছে। বাকিসব ঠিকই আছে। প্রথম ইনিংসে পেসারদের জন্য বেশ সাহায্য ছিল। পরে ময়েশ্চার চলে গেল গতকাল অনেক গরম ছিল ফলে ব্যাটিংয়ের জন্য ভালো হয়েছে। আশা করি আগামীকাল আরও একটু টার্ন করবে।’
গিল-পান্টের জুটি যেন বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। মাঠের মাঝে ব্যাটিংয়ের সময় পান্টের সাথে ঘটা এক মজার
ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন গিল। তার গ্লাভস এবং ব্যাটে দুইবার করে আঘাত করছিলেন
পান্ট। যার কারণ হিসেবে গিল বলেছেন, ‘আসলে তেমন কিছু নয়। আমার ব্যাট আসলে অনেক
পুরনো। সে অনেক জোরে আমার ব্যাটে আঘাত করছিল। যার ফলে আমি তাকে বলছিলাম যেন সে
এমনটা না করে, আমাকে তো ব্যাটটা বাঁচাতে হবে (হাসি) যদি সে মাঝে
আঘাত করতে পারত, সে বলে উঠত চলো আবার করি! (হাসি) আমি বলেছি,
ব্রো! শান্ত হও! (হাসি)’
ফেরার পর থেকে সময়টা ভালোই কাটছে পান্টের। মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ২০২৩ সালের শুরু থেকে মাঠের বাইরে ছিলেন পান্ট। প্রায় দেড় বছর বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চেনাচ্ছেন নিজের জাত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।