██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

'পান্ট কি ঘুমের বড়ি খেয়েছিল?'- ক্ষুব্ধ গাভাস্কার-জাদেজা

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাত্র ১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও বিপদে পড়েছে ভারত। দ্রুত উইকেট হারানোর ইনিংসে চারে ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। পরে নামেন বিরাট কোহলি। তাতে ক্ষোভ ঝেড়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।

'পান্ট কি ঘুমের বড়ি খেয়েছিল?'- ক্ষুব্ধ গাভাস্কার-জাদেজা

প্রকাশিত হয়েছে - 2022-12-25T00:13:35+06:00

আপডেট হয়েছে - 2022-12-25T11:20:47+06:00

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে জমে উঠেছে ম্যাচ। মাত্র ১৪৫ রানের লক্ষ্য দিলেও স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে শনিবারের শেষ সেশনে ভারতের ব্যাটিংয়ে কাঁপন ধরেছে। ভারতের দ্বিতীয় ইনিংসে ৪৫ রান তুলতেই ৪ উইকেট পড়ে গেছে। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় চারে ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। তারপর নামেন বিরাট কোহলি।



এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। কোহলির আগে অক্ষর প্যাটেলকে ব্যাটিংয়ে পাঠানোর কারণে অধিনায়ক লোকেশ রাহুল এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ওপর চটেছেন তারা।


মাত্র ১৪৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দলীয় ৩ রানের মাথায় সাকিব আল হাসানের বলে আউট হন অধিনায়ক রাহুল। এরপর ১২ রান না যেতেই আরেক টপ অর্ডার চেতেশ্বর পূজারাকে তুলে নেন মিরাজ। তাতে শুরুতেই বিপদে পড়ে ভারত।


এমন সময় অভিজ্ঞ কোনো ব্যাটারকে না পাঠিয়ে নামানো হয় অক্ষরকে। এরপর দলীয় ২৯ রানের সময় শুবমান গিলকেও নিজের শিকার বানান মিরাজ। ভারতের যখন ব্যাটিংয়ে বাজে হাল, তখন দরকার ছিল অভিজ্ঞ কাউকে নামানো। ধারণা করা হচ্ছিল বরাবরের মতো চারে ব্যাট করতে নামবেন কোহলি।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


কিন্তু পূজারা ফিরে যাওয়ার পর কোহলির আগেই অক্ষরকে নামানোর কারণে অবাক হন অনেকে। সেই তালিকায় আছেন গাভাস্কারও। এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি সাবেক ভারত অধিনায়ক। তার মতে, "বিশ্বের সেরা ব্যাটার" হিসেবে কোহলির জন্য এটা মোটেও ভালো কিছু নয়। অবশ্য কোহলিও মাত্র ১ রান করতেই মিরাজের তৃতীয় শিকারে পরিণত হন।


"এটা কোহলির জন্য কোনো ভালো বার্তা নয় (চারে ব্যাট করতে না নামা)। সে বিশ্বের সেরা ব্যাটার। কোহলি নিজে না চাইলে সেটা আলাদা ব্যাপার। চেঞ্জিং রুমে কী হয়েছিল আমরা জানি না। কিন্তু এটা বুঝতে পারা কঠিন। অক্ষর অবশ্যই ভালো খেলেছে," তৃতীয় দিন শেষে সনি স্পোর্টসকে বলেন গাভাস্কার।


এদিকে জাদেজা বলেন "সে বিশ্বের সেরা খেলোয়াড়। ১৫ ওভার বাকি ছিল। ডানহাতি-বাঁহাতি ব্যাটিং সমন্বয়ের কারণে এটা হতে পারে (কোহলি পরে নামতে পারে)। কিন্তু তখন আমার মনে হলো- রিশাভ পান্ট কি ঘুমের বড়ি খেয়েছিল?"


উল্লেখ্য, চারে নামা অক্ষর এখনও ক্রিজে আছেন ৫৪ বলে ২৬ রান নিয়ে। তার সাথে আছেন জয়দেব উনাদকাট। রোববার সকালে পান্টকে আগে ব্যাটিং নামার ব্যাপারেও বলেন গাভাস্কার।


এদিকে তৃতীয় দিন শেষে কোহলির আগে অক্ষর পাঠানোর সিদ্ধান্ত ব্যাখ্যা করেন মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, "এটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। আমার মতে, বোলাদের ঝামেলায় ফেলতে ডানহাতি-বাঁহাতি ব্যাটিং কম্বিনেশনের কারণে আগে অক্ষর নেমেছে।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.