পার্থ টেস্টে ভারতের '২৯৫' রানের জয়

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-25T16:39:20+06:00
আপডেট হয়েছে - 2024-11-25T16:39:20+06:00
বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের আধিপত্য চলছেই। মাত্র ক'দিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে যে দলটা, সেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় গিয়ে জিতল পার্থ টেস্ট। তাও যে জয়টা এসেছে ২৯৫ রানের ব্যবধানে।
বর্ডার-গাভাস্কার ট্রফিকে বলা হয় দুই দলের মর্যাদা রক্ষার লড়াই। আর সেই লড়াইয়ে কখনই আপোষ নেই ভারতের, যার কারণে গত কয়েক বছর ধরেই ট্রফিটা নিজেদের দখলে। সেই দাপট অব্যাহত রেখে পার্থেও ভারতীয়রা পেল দাপুটে জয়। তৃতীয় দিন শেষেই নিশ্চিত ছিল ভারতের জয়। ট্রাভিস হেডের ব্যাটে ব্যাপারটা একটু বিলম্বিত হয়েছে- এই যা।
ভারত প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৫০ রানে। রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া জাসপ্রিত বুমরাহ অধিনায়কোচিত বোলিংয়ে রুখে দেন অস্ট্রেলিয়াকে। অজিরা অলআউট হয় ১০৪ রানে। মামুলী পুঁজি নিয়ে লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠে ভয়ংকর। এবার ভারতের ত্রাতা হয়ে ওঠেন যশস্বী জাইসওয়াল। ২৯৭ বলে ১৬১ রানের কাব্যিক ইনিংসে বুঝতেই দেননি অস্ট্রেলিয়ায় এটা তার প্রথম টেস্ট।
লোকেশ রাহুল ৭৭ রানের ইনিংসে উদ্বোধনী জুটিতেই এনে দেন ২০১ রান। সব সমালোচনার জবাব দিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৪ উইকেট হাতে রেখে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত, অজিদের লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রান।
এরপর আবারো বুমরাহ শো, সাথে যোগ দেন মোহাম্মদ সিরাজ। ৬ নম্বরে নেমে ট্রাভিস হেডের ৮৯ রানের ইনিংস কমিয়েছে পরাজয়ের ব্যবধান। তা না হলে ভারতের আরাধ্য জয় ধরা দিতে পারত চতুর্থ দিনের চা বিরতির আগেই। শেষপর্যন্ত দাপুটে জয়ে ভারত সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে, যা কিছুটা প্রলেপ লেপে দিল কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষততেও।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।