পার্থ টেস্ট জয়ের পথে অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে - 2018-12-17T17:02:38+06:00
আপডেট হয়েছে - 2018-12-17T17:02:38+06:00
পার্থ টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপদে ভারত। জয়ের জন্য প্রয়োজন আরও ১৭৫ রান। দ্বিতীয় ইনিংসে দুইটি করে উইকেট লাভ করেছেন নাথান লায়ন ও জস হ্যাজলউড।
[caption id="attachment_64384" align="aligncenter" width="2048"]

আউটের পর হতাশ কোহলি। ছবিঃ এএফপি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
১৩২ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন ও উসমান খাজা। তৃতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিলেন এই দুই ব্যাটসম্যান। প্রথম সেশনে আরও ৬২ রান যোগ করে ব্যক্তিগত ৩৭ রানে মোহাম্মদ শামির বলে কোহলির হাতে ক্যাচ তুলে আউট হয়েছিলেন অজি অধিনায়ক পেইন। দ্বিতীয় ইনিংসের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন অ্যারন ফিঞ্চ। পেইনের বিদায়ের পর খাজাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন তিনি।
অবশ্য তাতে বেশি একটা লাভ হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৪ রান যোগ করেই শামির বলে বিদায় নেন ফিঞ্চ। দলীয় স্কোর দুই রান যোগ হতেই পান্তের গ্লাভসে শামির বলে ক্যাচ তুলে ৭২ রান করে আউট হন উসমান খাজা। প্যাট কামিন্স ও নাথান লায়নও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে শেষ উইকেট জুটিতে কিছুটা ভুগিয়েছেন ভারত দলকে। মিচেল স্টার্ক ও হ্যাজলউড মিলে শেষ উইকেটে ৩৬ রান যোগ করেন।
অস্ট্রেলিয়ার ইনিংস ২৪৩ রানে শেষ হলে লিড পায় ৪৪ রানের। ফলে ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নামেন ভারতের দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। স্টার্কের প্রথম ওভারের চতুর্থ বলে স্ট্যাম্প উড়ে যায় রাহুলের। বড় রান পাননি আগের চেতেশ্বর পূজারা। হ্যাজলউডের বলে ৪ করেই বিদায় নেন পূজারা। শেষ তিন ইনিংসে বড় রানের দেখা না পেলেও এই টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের দেখা মিলেছে ওপেনার বিজয়ের।
বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বিজয়। তবে বিজয়-কোহলির ৩৫ রানের জুটি থেমে যায় দলীয় ৪৮ রানে। সেসময় নাথান লায়নের করা বলে স্লিপে খাজার হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৭ করে আউট হন কোহলি। তার বিদায়ের পর আউট হন ২০ রান করা বিজয়ও। তবে হানুমা ভিহারীর সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অজিঙ্কা রাহানে। দুইজন মিলে ৪৩ রানের জুটিও গড়েন।
তবে ব্যক্তিগত ৩০ রানে হ্যাজলউডের বলে আউট হন রাহানে। তৃতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১২ রান। ২৪ রান করে অপরাজিত রয়েছেন ভিহারী এবং ৯ রান করে অপরাজিত রয়েছেন রিশাব পান্ত।
আরও পড়ুনঃ 'কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি'