
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। তার আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এতে পিএসএলের জন্য বানানো ধারাভাষ্যকক্ষ পুড়ে গেছে।

উদ্বোধনী ম্যাচের আগে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা বাড়িয়েছে সংস্থাটি।
বুধবার (২৬ জানুয়ারি) রাতে পিএসএলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলাকালে হুট করে আগুন লেগে যায় ন্যাশনাল স্টেডিয়ামের ভেতর। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, ধারাভাষ্য কক্ষে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়।
Fire erupted in National Stadium last night. Situation under control now#PSL7 #LevelHai pic.twitter.com/qSJmTdne1j
— muzamilasif (@muzamilasif4) January 26, 2022
দ্রুতই অবশ্য এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে এড়ানো যায়নি ক্ষয়ক্ষতি। সম্প্রচারকারী সংস্থার যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। বাউন্ডারির দড়িতেও আগুন লেগে যায়।
এই ঘটনায় উদ্বিগ্ন পিসিবি খেলা চলাকালে মাঠে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ও অগ্নিনির্বাপক কর্মীদের প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

জৈব সুরক্ষা বলয়ের কারণে এবার গ্যালারির চতুর্থ তলায় অবস্থিত ধারাভাষ্য কক্ষ ব্যবহার করা হচ্ছে না। তাই নিচতলায় অস্থায়ী ধারাভাষ্য কক্ষ বানানো হয়। অগ্নিকাণ্ডে পুরো কক্ষই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে করাচি কিংস ও মুলতান সুলতান্স। ২৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এবারের আসরের ফাইনাল।
‘ইমরুল দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে।’https://t.co/HqeHhM1L2G
— bdcrictime.com (@BDCricTime) January 26, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।