পিএসএলের প্লেয়ার্স ড্রাফট ১১ জানুয়ারি
আইপিএলে অবিক্রিত ক্রিকেটারদের দিকে চোখ পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-12-11T01:03:58+06:00
আপডেট হয়েছে - 2024-12-11T01:03:58+06:00
অবশেষে চূড়ান্ত হলো কবে হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পিএসএলের ১০ম আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য ১১ জানুয়ারি তারিখটিকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শীঘ্রই প্লেয়ার্স ড্রাফটে নাম উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করা হবে।
তাতে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দিকেই বেশি ঝুঁকতে চলেছে ফ্র্যাঞ্চাইজিরা। আইপিএলের সময়ে মাঠে গড়াবে বলে ভারতে যাওয়া ক্রিকেটারদের এবার পিএসএল খেলা হবে না। তবে তা সত্ত্বেও মানসম্পন্ন ক্রিকেটার পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পিসিবি।
পিএসএল এবার পিছিয়ে গেছে মূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে, যার আয়োজক পাকিস্তান। সাধারণত ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত হলেও এবার তা হবে এপ্রিল-মে মাসে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাওয়া, প্রতি বছরই পিএসএল এপ্রিল-মে মাসে আয়োজিত হোক। সেক্ষেত্রে আইপিএলের পারফর্মার আর পিএসএলের পারফর্মার হবেন সম্পূর্ণ আলাদা, যা পিএসএলকে আরও বেশি প্রতিদ্বন্দ্বী করে তুলবে বিশ্বের সবচেয়ে বড় লিগ আইপিএলের সাথে।
এই চ্যালেঞ্জ মাথায় নিয়েই পিএসএল ড্রাফট হবে ১১ জানুয়ারি। ইতোমধ্যে নামজাদা অনেক তারকা মেগা নিলাম থেকে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি তাই অনুরোধ করেছে, আইপিএলে অবিক্রিত থেকে গেছেন যে ক্রিকেটাররা তাদের যেন পিএসএলের ড্রাফটে তোলা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়ের বোর্ডের সাথে পিসিবিকে আলোচনার আহ্বানও জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, সিকান্দার রাজা, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের মতো যে তারকারা এবার আইপিএল খেলতে পারছেন না তাদের দিকে চোখ রাখতে পারে পিএসএল ফ্র্যাঞ্চাইজিরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।