পিএসএলে আসছে নতুন ২টি দল

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-03-16T23:02:02+06:00
আপডেট হয়েছে - 2025-03-16T23:07:57+06:00
সূচনালগ্নের হিসেব কষলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে পিএসএলের আগে থাকবে বিপিএল। আবার মানের দিক থেকে চিন্তা করলে বিপিএল নাকি পিএসএল এগিয়ে- তা নিয়ে হতে পারে বিস্তর আলোচনা। তবে একদিক দিয়ে বিপিএলকে ছাড়িয়ে যাচ্ছে পিএসএল। বিপিএল হয় ৭ দল নিয়ে, এতদিন পিএসএল হতো ৬ দল নিয়ে। তবে আগামী বছর থেকে পাকিস্তান সুপার লিগে দল থাকবে ৮টি।
পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির জানিয়েছেন, ২০২৬ সালেই নতুন দুটি দল অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। কোন দুটি এলাকার দল পিএসএলে অংশ নেবে তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। ২০১৬ সালে পিএসএল শুরু হয়েছিল পাঁচটি দল নিয়ে। ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির সাথে ছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে মুলতান সুলতান্সও।
শুধু দল বৃদ্ধিই নয়, পিএসএলের ভেন্যু সম্প্রসারণের কথাও ভাবছে পিসিবি। বর্তমানে খেলাগুলো হয় লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতানে। ২০২৬ সাল থেকে ভেন্যুর সংখ্যা আরও বাড়াতে চায় বোর্ড। সেক্ষেত্রে স্টেডিয়ামগুলোর সক্ষমতা ও সামর্থ্যের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।
এদিকে নতুন একেকটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রতি বছর ২ থেকে আড়াই বিলিয়ন পাকিস্তানি রুপি পাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও মুলতান সুলতান্সের মতো দল বছরে ১.০৮ বিলিয়ন রুপি খরচ করেও আর্থিক ক্ষতির সম্মুখীন। আগামী দিনে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের ফ্র্যাঞ্চাইজি ফি আরও ২৫ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। এতে পুরনো দলগুলোর আপত্তি থাকলেও নতুন দল কিনতে যারা আগ্রহী, তাদের আপত্তি নেই। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ধনকুবেররা পিএসএলে নতুন দলের মালিকানা পেতে আগ্রহী বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
শেষপর্যন্ত নতুন ও পুরনো দলের ফ্র্যাঞ্চাইজি ফি কত হবে তা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। পুরনো দলগুলোর ফ্র্যাঞ্চাইজি ফি ডলার হিসেবে ধরা হয়েছিল যখন, তখন এক ডলারের মান পাকিস্তানি মুদ্রায় ছিল ১৭০ রুপি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৮২ রুপি, আগামী দিনেও ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলে পিএসএলের জনপ্রিয়তা ও মান বৃদ্ধির জন্য পিসিবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বনিবনা না হওয়ার বিষয়টি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।