██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

পিনাক-সাব্বিরদের ফিফটির সাথে রায়হানের ঘূর্ণিতে প্রথম জয়ের দেখা পেল লিওপার্ডস

ডিপিএলের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল ঢাকা লিওপার্ডস।

পিনাক-সাব্বিরদের ফিফটির সাথে রায়হানের ঘূর্ণিতে প্রথম জয়ের দেখা পেল লিওপার্ডস

পিনাক-সাব্বিরদের ফিফটির সাথে রায়হানের ঘূর্ণিতে প্রথম জয়ের দেখা পেল লিওপার্ডস

প্রকাশিত হয়েছে - 2023-04-11T19:42:44+06:00

আপডেট হয়েছে - 2023-04-11T19:42:44+06:00

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে কেবল হেরেই চলছিল ঢাকা লিওপার্ডস। অবশেষে নিজেদের ৯ম ম্যাচে এসে জয়ের মুখ দেখল দলটি। মোহাম্মদ রায়হান উদ্দিনের স্পিন ভেলকিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭৬ রানে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা লিওপার্ডস।

দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন পিনাক। ফাইল ছবি

বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে আগে ঢাকা লিওপার্ডসকে ব্যাটিংয়ে পাঠায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় লিওপার্ডস। দলের ১৯ রানের মাথায় ৭ বলে ১ রানের ইনিংস খেলে আউট হয়ে সাজঘরে ফিরে যান শোভন মোড়ল। এরপর তিনে নামা জেমকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন আরেক ওপেনার পিনাক ঘোষ। দুজনই বেশ সাবলীল ছিলেন ব্যাট হাতে। জেম ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ৩০ বলে ২৪ রানের ইনিংস খেলে দলের ৬৫ রানের মাথায় আউট হন জেম।

জেমের আউটের পরে সুবিধা করতে পারেননি উমর আমিন এবং আশিকুর রহমানরাও। দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরেছেন তারা। তবে ক্রিজে থিতু হয়ে যাওয়া পিনাক ঠিকই খেলছিলেন। দারুণ ব্যাটিংয়ে ফিফটিও তুলে নেন পিনাক। ফিফটি পেরিয়ে কিছু দূর এগিয়ে থামেন এই ওপেনার। দলীয় ১০৭ রানের মাথায় আউট হওয়ার আগে ৮১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন পিনাক ঘোষ।

 

এরপর শেষ দিকে দলের হাল ধরেন মোহাম্মদ সাব্বির হোসেন। তার দুর্দান্ত এক ফিফটির সাথে মইন খানের ৫৭ বলে ৩৪ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করায় লিওপার্ডস। ৫০ ওভার শেষে সবগুলো উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা লিওপার্ডস। ৭০ বলে ৫৬ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাব্বির।

 

শাইনপুকুরের হয়ে ৪৭ রান খরচায় ৩ উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন হাসান মুরাদ এবং জিশান আলম।

 

জবাব দিতে নেমে শুরুতেই বেশ বড়সড় এক ধাক্কা খায় শাইনপুকুর। বোর্ডে রান তোলার আগেই পড়ে যায় উইকেট। ইনিংসের তৃতীয় বলে ডাক মেরে সাজঘরে ফিরে যান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। এক কাঠি এগিয়ে ছিলেন অন্য ওপেনার জিশান আলম। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান জিশান। ৪ রান তুলতেই শাইনপুকুরের ২ উইকেট হাওয়া।

 

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টায় নামেন অমিত হাসান এবং শুভম শর্মা। শুভমকে সাবলীল মনে হলেও অমিত যেন ছিলেন কিছুটা নড়বড়ে। তবে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি শুভম। ২৯ বলে ২৩ রান করে দলের ৩৯ রানের মাথায় বিদায় নেন তিনি।

 

এরপর অমিতের সাথে জুটি বাঁধেন গাজী মোহাম্মদ তাহজিবুল ইসাম। কচ্ছপের গতিতে অমিত এগোলেও তাহজিবুল এগোচ্ছিলেন জোরেশোরে। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি ছোঁয়ার খুব কাছেও চলে যান তাহজিবুল। তবে অল্পের জন্য ফিফটিটা ছোঁয়া হয়নি তার। ৫৫ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলে দলীয় ১০৬ রানের মাথায় আউট হন তিনি, ভাঙ্গে অমিত এবং তাহজিবুলের ৬৫ রানের জুটি।

 

এরপর ৭৪ বলে ৩৪ রানের শম্বুকগতির ইনিংস খেলে অমিতও আউট হয়ে গেলে শাইনপুকুরের জয়ের সম্ভাবনা প্রায় শেষই হয়ে যায়। শেষ দিকে সাজ্জাদুল হক রিপনের ২৪ বলে ১১ রানের ইনিংসের ফলে হারের ব্যবধানটাই কেবল কমেছে। একের পর এক উইকেট হারিয়ে ১৪৬ রানের মাথায় অলআউট হয়ে যায় শাইনপুকুর। ৭৬ রানের দারুণ এক জয় পায় ঢাকা লিওপার্ডস।


লিওপার্ডসের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ রায়হান উদ্দিন। ৩০ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন আরিফুল জনি, সালাউদ্দিন শাকিল, মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ এবং মইন খান।


এই জয়ের ফলে ডিপিএলের এবারের মৌসুমে প্রথম জয়ের দেখা পেল লিওপার্ডস। এর আগে ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৯ ম্যাচ থেকে লিওপার্ডসের সংগ্রহ ৩ পয়েন্ট, অবস্থান করছে টেবিলের একদম তলানিতে অর্থাৎ ১২তম স্থানে। নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে (১১তম) আছে শাইনপুকুর। ২ জয়ের ফলে ৪ পয়েন্ট অর্জন করেছে শাইনপুক্র ক্রিকেট ক্লাব।  


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।    

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.