পোর্ট অব স্পেনে ভারতবধের দেড় যুগ পূর্তি

প্রকাশিত হয়েছে - 2025-03-17T16:25:09+06:00
আপডেট হয়েছে - 2025-03-17T16:26:00+06:00
২০০৭ সালের ১৬ মার্চ। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মানজারুল ইসলাম রানা। এই খবর পৌঁছে গেছে পোর্ট অব স্পেনে। এখানেই পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রানার খবর জানতেই মুষড়ে পড়লেন ক্রিকেটাররা। রীতিমত খাওয়াদাওয়া, কথা বলা বন্ধ। তবে শোক কীভাবে শক্তিতে রূপ নিতে পারে, তা-ই দেখা গিয়েছিল পরদিন। দোর্দণ্ড প্রতাপের সাথে টাইগাররা থাবা বসায় ভারতের দম্ভে, সেই ঐতিহাসিক ভারতবধের ১৮ বছর বা দেড় যুগ পূর্তি আজ।
মাশরাফি নাম কুড়িয়েছিলেন আগেই, সেই ম্যাচ দিয়ে আরও তিন পাণ্ডব সাকিব-মুশফিক এবং বিশেষত তামিমের উত্থানের জয়গান গাওয়া শুরু। আগে ব্যাট করতে নেমেছিল রাহুল দ্রাবিড়ের ভারত। দ্রাবিড় হয়ত ভেবেছিলেন, দাঁড় করাবেন রানের পাহাড়। কিন্তু হায়, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিকের বোলিং তোপে ভারত গুটিয়ে যায় ১৯১ রানে!
৬৬ রানের ইনিংস খেলতে সেদিন ১২৯ বল মোকাবেলা করতে হয়েছে সৌরভ গাঙ্গুলিকে, অর্থাৎ রানের প্রায় দ্বিগুণ বল খেলেছিলেন। যুবরাজ সিং ৪৭ রান করেছিলেন ৫৮ বলে। বীরেন্দর শেবাগ, রবিন উথাপ্পা, শচীন টেন্ডুলকার যেতে পারেননি দুই অঙ্কে। মহেন্দ্র সিং ধোনি পেয়েছিলেন ডাকের স্বাদ।
বাংলাদেশের হয়ে সেদিন ৩৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন মাশরাফি, পান ম্যাচ সেরার পুরস্কার। তিনটি করে উইকেট পান আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
জবাব দিতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অর্ধশতক হাঁকান তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে হাঁকানো তামিমের ছক্কার দৃশ্য এখনও তরতাজা ক্রিকেটপ্রেমিদের মনে। সেদিন ৫৩ বলে ৫১ রান করে আগমনীবার্তা দিয়েছিলেন খান সাহেব। ৮৬ বলে ৫৩ রান করেছিলেন সাকিব। আর মুশফিক ১০৭ বলে ৫৬ রান করে জয়সূচক রান নিয়ে যে সেলিব্রেশন করেছিলেন মোহাম্মদ আশরাফুলের সাথে, তা তো আজন্ম লালন করার মতো মুহূর্ত বাংলার ক্রিকেটে।
বাংলাদেশের কাছে হারের পর সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। যা ভিত নাড়িয়ে দিয়েছিল ভারতের ক্রিকেটের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।