██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

প্রথমবার নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন, নেই উইলিয়ামসন

চুক্তিতে না থাকলেও টেস্টে নিয়মিত দেখা যেতে পারে উইলিয়ামসনকে।

প্রথমবার নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন, নেই উইলিয়ামসন

প্রথমবার নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন, নেই উইলিয়ামসন

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-07-10T11:52:28+06:00

আপডেট হয়েছে - 2024-07-10T11:52:28+06:00

প্রথমবারের মত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত হলেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। রাঁচিন ছাড়াও বেন সিয়ার্স, উইলিয়াম ও’রউরকে এবং জ্যাকড ডাফি প্রথমবার চুক্তির আওতায় এসেছেন। চুক্তিতে ফিরেছেন স্পিনার এজাজ প্যাটেল।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন উইলিয়ামসন। 
পেসার অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন এবং সদ্য সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে ব্লেয়ার টিকনার আগের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়েছেন। ২০২৪-২৫ মৌসুমের জন্য ২০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসরে নিজের জাত চিনিয়েছেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে তিন সেঞ্চুরিতে ৫৭৮ রান করেন তিনি। পরে মাউন্ট মঙ্গানুই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সেঞ্চুরিকে পরে ২৪০ রান পর্যন্ত টেনে নিয়ে যান রাচিন রবীন্দ্র। এখনও পর্যন্ত ক্যারিয়ারে তার সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটিই।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


দুই পেসার বেন সিয়ার্স এবং উইলিয়াম ও’রউরকে নিজেদের টেস্ট অভিষেকে ঝলক দেখিয়েছেন। জ্যাকব ডাফির এখনও টেস্ট অভিষেক না হলেও সাদা বলের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তার। জাতীয় দলে খুব একটা নিয়মিত না হলেও প্লাঙ্কেট শিল্ডের গত মৌসুমে ৩১ উইকেট শিকার করার কীর্তি আছে তার। সামনে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় চুক্তিতে ফেরানো হয়েছে এজাজ প্যাটেলকে।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়া উইলিয়ামসন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না তা আগেই জানানো হয়েছিল। জানুয়ারি মাসে এসএ২০ লিগে খেলবেন তিনি। তবে এর আগে পরে নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ রয়েছে উইলিয়ামসনের। ধারণা করা হচ্ছে, টেস্ট দলে নিয়মিতই দেখা যাবে তাকে। সাদা বলের ফরম্যাটে বর্তমানে নতুন অধিনায়কের খোঁজে আছে নিউজিল্যান্ড।

 

এছাড়া অবসরের ঘোষণা দেওয়ায় আগের চুক্তিতে থেকে নাম কাটা পড়েছে নেইল ওয়াগনারের।

 

একনজরে নিউজিল্যান্ডের ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা :

 

ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউরকে, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.