প্রথম ম্যাচে বাড়তি নজর ভারসাম্যপূর্ণ আবাহনীর

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-03-10T14:02:22+06:00
আপডেট হয়েছে - 2024-03-10T14:02:22+06:00
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বরাবরই আবাহনীর দাপট। তবে শেখ জামাল, প্রাইম ব্যাংকের মতো দলগুলো কঠিন চাপে রাখে আবাহনীকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গত আসরে শিরোপা পুনরুদ্ধার করেছে, এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিততে প্রথম ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
আবাহনীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, 'আবাহনী বরাবরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। অন্যান্য দলের চেয়ে অনেক বেশি টাকা খরচ করে। চেষ্টা করব নিজেদের ঐতিহ্য ধরে রাখার। আমাদের দল সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করব জয় দিয়ে শুরু করার।'
আবাহনীর শ্রেষ্ঠত্বের মহিমা ধরে রাখার চাপ ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে বেশি বলেই জানালেন সাইফউদ্দিন, 'ভালো করার চেয়ে চ্যাম্পিয়ন হওয়ার চাপ বেশি। প্রাইম ব্যাংক, শেখ জামালও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকে। তাই শেষপর্যন্ত না গেলে বোঝা যায় না। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়। গতবারও শেষ ম্যাচে নির্ধারণ হয়েছে। এটাই আরকি বাড়তি চাপ।'
দলে সাইফউদ্দিনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। স্লগ ওভারে বোলিং, স্লগ ওভারে ব্যাটিং- আগাগোড়া ফিনিশার। তাই দলের কথাই আগে ভাবছেন, ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই তার। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, 'আবাহনী আমাকে অনেক গুরুত্ব দেয়। সর্বোচ্চ উইকেট বা রানের চেয়ে দলে কতটা ভূমিকা রাখছি এটা বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সময়ে ৫-১০ বলে ১৫-২০ রান, উইকেট পাওয়া। দলের জয়ে যেন ভূমিকা রাখতে পারি। আমি আসলে ইমপ্যাক্টফুল হতে চাই।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।