প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন অলক কাপালি
সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দিলেন অলক কাপালি। দীর্ঘ ২২ বছরের পথচলার ইতি টানলেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে রঙিন পোশাকে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে তাকে।

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন অলক কাপালি
প্রকাশিত হয়েছে - 2022-08-29T20:57:26+06:00
আপডেট হয়েছে - 2022-08-29T20:57:26+06:00
খেলার সারসংক্ষেপ
সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দিলেন অলক কাপালি। দীর্ঘ ২২ বছরের পথচলার ইতি টানলেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে রঙিন পোশাকে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে তাকে।
অলক কাপালি। ফাইল ছবি
বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচটি অলক খেলেছেন ২০০৬ সালে। টেস্ট ক্রিকেটের সাথে তাই অনেক আগেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে তাই আনুষ্ঠানিকভাবে টেস্টকেও বিদায় জানিয়ে দিলেন তিনি।
তবে অলক অবসরের ঘোষণাটি দিয়েছেন বিশেষ এক দিনে। ২৯ আগস্ট দিনটি অলকের জন্য তো বটেই, বাংলাদেশের ক্রিকেটের জন্যও বিশেষ একটি দিন। ২০০৩ সালে এই দিনেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন অলক। পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে এই ইতিহাস গড়েছিলেন তিনি। শাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া ও উমর গুলকে টানা তিন বলে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই অলরাউন্ডার।
অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেইজে অলক লিখেছেন, ‘আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি–২০ ফরম্যাটে অংশগ্রহণ করেছি। এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, উনাদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত।’
প্রথম-শ্রেণির-ক্রিকেটকে-বিদায়-বলে-দিলেন-অলক-কাপালি। ফাইল ছবি
তিনি আরও লিখেন, ‘আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধু লিমিটেড ওভার ক্রিকেট (ওডিআই, টি-টোয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করব। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব, প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সফল হতে না পারলেও ঘরোয়া ক্রিকেট বেশ নামডাক ছিল অলকের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭২ ম্যাচ খেলে ৩৩.৮৪ গড়ে তিনি রান করেছেন ৯১৩৮। ২০টি শতকের পাশপাশি রয়েছে ৩৭টি অর্ধ-শতক। এছাড়াও লেগ স্পিনে নিয়েছেন ২১৭ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭ বার, ম্যাচে ১০ উইকেট তুলেছেন ১ বার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।