Scores

প্রস্তুতি ভালো হয়েছে, দাবি ব্র্যাথওয়েটের

উইন্ডিজ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মনে করেন, টেস্ট সিরিজকে সামনে রেখে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে।

বাংলাদেশ সফরে উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট
ক্রেইগ ব্র্যাথওয়েট। ফাইল ছবি

সোমবার (১৯ নভেম্বর) দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

টেস্ট সিরিজকে সামনে রেখে ব্র্যাথওয়েট দেখছেন বেশ চ্যালেঞ্জ। তিনি বলেন, আমি মনে করি বেশ ভালো প্রস্তুতি হয়েছে। আমরা মাত্র ভারত থেকে এসেছি। টেস্ট সিরিজের আগে এটি বেশ ভালো একটি প্রস্তুতি ম্যাচ ছিল। কিছু চ্যালেঞ্জ থাকবে। আমরা সেটা প্রত্যাশা করেই রাখছি। আমরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি।’

প্রস্তুতি ম্যাচের ধীর উইকেট দেখে উইন্ডিজ মোটেও অবাক হয়নি। বরং ব্র্যাথওয়েট জানিয়েছেন, এমন উইকেটের জন্যই প্রস্তুত ছিলেন তারা। তিনি বলেন, আমরা এমন মন্থর উইকেটই আশা করেছিলামএটা বেশ ধীর উইকেট ছিলআর বাংলাদেশে যখন আসি তখন আমরা এমন কিছুই পাওয়ার আশাই করি।’

Also Read - “উইন্ডিজের পেসাররা বিশ্বমানের বোলার”

এই ম্যাচের মত টেস্ট সিরিজেও তিনি আশা করছেন স্পিন বান্ধব উইকেট। ক্রেইগের ভাষ্য, টেস্ট সিরিজে স্পিন পরীক্ষা আশা করছিএটা সহজ হবে না, তবে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুতঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো দল।’

বাংলাদেশে আসার আগে ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে ক্যারিবীয়রা। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সাথে ভারতের আবহাওয়া ও পরিবেশের বেশ মিল রয়েছে। সেই সুবিধা কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় ব্র্যাথওয়েটের, ভারতের মতো একই ধরনের কন্ডিশনআমাদের কাছে একইরকম মনে হচ্ছেআমাদের এখানে মৌলিক কাজগুলো ঠিকঠাক করার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

চোটের কারণে টেস্ট ও ওয়ানডের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার দলে নেই তার পরিবর্তেই দলকে নেতৃত্ব দেবেন ক্রেইগ। তিনি বলেন, হোল্ডার দলের খুব গুরুত্বপূর্ণ এক সদস্য। কিন্তু সে দলে না থাকলেও আমাদের কাজটুকু আমরা করে যাবো এবং আমি সিরিজের দিকে দৃষ্টি রাখছি, আশা করছি ভালো করতে পারব।’

আরও পড়ুন: খুলনা টাইটান্স সমর্থকদের শুভেচ্ছা জানালেন মালিঙ্গা

Related Articles

স্ত্রীকে সঙ্গে নিতে পারবেন না পাকিস্তানিরা

‘বিশ্বাস ফিরিয়ে আনা’র লড়াইয়ে ব্যস্ত সৌম্য

ক্রিকেট থেকে হেলসের ‘অনির্দিষ্টকালের বিরতি’!

বিশ্বকাপ দলের সাথে ইমরানের কাছে গেলেন আমিরও!

বিশ্বকাপে আর্চার সুযোগ না পেলে নগ্ন হবেন ভন!