
বৃষ্টির কারণে ভেস্তে গেছে স্বাগতিক বিসিবি একাদশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচ। বিসিবি একাদশের স্কোয়াডে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি আছেন টেস্ট স্কোয়াডেও। প্রস্তুতি ম্যাচ ভেসে যাওয়ায় স্বভাবতই হতাশ তিনি।

দীর্ঘদিন টেস্ট খেলেননি মোসাদ্দেক। চট্টগ্রাম টেস্টের দলে সুযোগ পাওয়ার পর প্রস্তুতি ম্যাচে নিজেকে আরও ঝালাই করে নেওয়ার সুযোগ পেতেন ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা এই ক্রিকেটার। তা না হওয়ায় একটু হতাশাই ঝরল মোসাদ্দেকের কণ্ঠে।
তিনি বলেন, ‘অবশ্যই এটা দুর্ভাগ্যজনক। বৃষ্টির ওপর আসলে কারও কোনো হাত নেই। খেলতে পারলে অবশ্যই খুব ভালো হতো। লাল বলে একটা অনুশীলনও হতো। সেক্ষেত্রে অবশ্যই একটু দুর্ভাগা বলব।’
বৃষ্টি থামার অপেক্ষায় ক্রিকেটাররা যখন অলস সময় পার করছিলেন, তখন মোসাদ্দেককে দেখা গেল লঙ্কান ক্রিকেটারদের ড্রেসিংরুমে গিয়ে খোশগল্পে মেতে উঠতে। শ্রীলঙ্কা নানা ইস্যুতে টালমাটাল। বিদেশি বন্ধুদের সাথে কি দেশ নিয়েই কথা হল?

মোসাদ্দেক বলেন, ‘না, এ ব্যাপারে কোনো কথা হয়নি। আমরা খেলা নিয়েই কথা বলছিলাম। বৃষ্টি নিয়ে কথা বলছিলাম। বৃষ্টির কারণে অনুশীলন ম্যাচে প্রস্তুতি পূর্ণ করতে পারিনি। এখন চট্টগ্রামে গিয়ে আমরা দুই দিন অনুশীলন করতে পারব। তারপর আমাদের ম্যাচ খেলতে হবে। সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।’
দিমুথ করুনারত্নেদের সাথে এবার মোসাদ্দেকও উড়াল দেবেন চট্টগ্রামে, প্রথম টেস্টের জন্য। চেনা প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানালেন তিনি।
তার ভাষায়, ‘ওরা আমাদের খুবই পরিচিত একটা প্রতিপক্ষ। এর আগে অনেকবার আমরা ওদের সঙ্গে খেলেছি। জেতা-হারা সবকিছুর স্মৃতি আছে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের শতভাগ যেন আমরা দিতে পারি। অবশ্যই জেতার দিকে লক্ষ্য থাকবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।