ফর্মে থাকলে বিশ্বকাপের বিবেচনায় থাকবেন রিয়াদ, বলছেন রাজ্জাক
রিয়াদকে নিয়ে ইতিবাচক রাজ্জাক।

ফর্মে থাকলে বিশ্বকাপের বিবেচনায় থাকবেন রিয়াদ, বলছেন রাজ্জাক
প্রকাশিত হয়েছে - 2024-02-14T20:43:43+06:00
আপডেট হয়েছে - 2024-02-14T20:43:43+06:00
বহুদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থাকা রিয়াদ চলতি বিপিএলে দারুণ খেলছেন। সেই সুবাদেই আরও একবার খুলে গেছে জাতীয় দলের দরজা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : গেটি ইমেজস
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে ছিলেন না রিয়াদ। পরে সুযোগ পেয়ে বিশ্বকাপে প্রত্যাবর্তনের যেই অসাধারণ গল্পটা রিয়াদ লিখেছেন তা প্রায় সকলেরই জানা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে টি-টোয়েন্টি দলে ফিরলেন রিয়াদ। কে জানে এবার আবারও প্রত্যাবর্তনের দারুণ কোনো গল্প লেখার ছক কষছেন কিনা তিনি। রিয়াদ যাই ভাবুন নির্বাচকরা তাকে নিয়ে ইতিবাচক। ভালো খেলতে থাকলে বিশ্বকাপের দলের চিন্তাতেও তিনি থাকবেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক।
চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির সাথে দলে চান্স পাওয়ার কোনো মিল নেই। চুক্তি হচ্ছে আগের বছরে খেলা দেখে। আগের বছরে রিয়াদ অইরকম টি-টোয়েন্টি খেলে নাই। এখন মনে হচ্ছে রিয়াদ টি-টোয়েন্টি ভালো খেলছে। ভালো অবস্থায় আছে। তাই রাখা হয়েছে। এরপরেও যদি ভালো খেলে তাহলে বিশ্বকাপের জন্যও থাকবে চিন্তাতে।’
এছাড়া শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে বিশ্বকাপ ভাবনা প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘প্রথম চিন্তা হচ্ছে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিততে চাই। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে তো টি-টোয়েন্টি দলের সেখানে কিছুটা তো চিন্তা করার দরকার। যেহেতু বিপিএল চলছে, মোক্ষম সময় আমাদের মনে হয়েছে।’
আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ঘরের মাঠে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।