ফিটনেস ঠিক রাখতে মুস্তাফিজকে ফেরত আনছে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে - 2024-04-17T14:51:53+06:00
আপডেট হয়েছে - 2024-04-17T15:18:04+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য আইপিএলের পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পাননি বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারশন্সের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন এ সিরিজে খেলানো না, তাকে ফেরত আনার বড় কারণ বিশ্বকাপের আগে তার ফিটনেস ঠিক রাখা।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, "মুস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখে সে এখানে আসবে। ৩ তারিখে সে খেলবে।"
তিনি মনে করেন আইপিএল থেকে মুস্তাফিজুরের শেখার আর কিছু নেই, তিনিই শেখাবেন অন্যদের। তাই মুস্তাফিজের আইপিএল খেলাতে লাভ হবে না বাংলাদেশের।
তিনি বলেন, "মুস্তাফিজকে আইপিএলে খেলে এখন শেখার কিছু নেই। মুস্তাফিজুরের লার্নিং প্রসেস এখন শেষ। বরং মুস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, মুস্তাফিজের কাছে থেকে অন্যদের লাভ হবে না।"
মূলত মুস্তাফিজের ফিটনেস নিয়েই মাথাব্যথা বিসিবির। জালাল ইউনুস মনে করেন আইপিএলে থাকলে মুস্তাফিজের শতভাগ আদায় করা নিয়েই চিন্তা করবে তার দল, ফিটনেস নিয়ে নয়। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচে মুস্তাফিজ নাও খেলতে পারেন এমন ইঙ্গিতও মিলেছে জালাল ইউনুসের কথায়।
তিনি বলেন, "আমাদের চিন্তার বিষয় হল মুস্তাফিজুরের ফিটনেস। তারা চাইবে তার থেকে ১০০% নেওয়ার জন্য। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, আমাদের আছে। আমরা মুস্তাফিজকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজকে খেলানো না, এখানে আনলে আমরা ওয়ার্কলোড দিয়েই ওকে প্ল্যান দিব। কিন্তু আইপিএলে থাকলে সেই প্ল্যান হবে না।"
২০২১ টি-২০ বিশ্বকাপের আগে আইপিএল খেলে দুই খেলোয়াড় ক্লান্ত ছিলেন বলে জালান ইউনূস। সেই পরিস্থিতি ফের তৈরি হতে দিতে চায় না বিসিবি। তিনি বলেন, "২০২১ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তারা বলেছে তারা ক্লান্ত ছিল। আমরা ঐ পরিস্থিতি তৈরি করতে চাই না। মুস্তাফিজকে ফেরত আনা মানেই তাকে জিম্বাবুয়ে সিরিজ খেলাব তা না। তাকে ওয়ার্কলোড দিব, চাপ কমাব, দলের সাথে থাকবে।"
"যাওয়ার আগে তাকে ফিজিক্যালি ফিট হতে হবে। ক্লান্ত হয়ে গেলে সে ডেলিভার করবে না। তাহলে আমার কী দরকার? আমার তাকে প্রয়োজন। আমি সতেজ মুস্তাফিজকে চাই, ক্লান্ত মুস্তাফিজ চাই না," যোগ করেন জালাল ইউনুস।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ১০ উইকেট। ১ মে পর্যন্ত আইপিএল খেললে আরও চার ম্যাচের স্কোয়াডে থাকবেন তিনি। ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের টি-২০ সিরিজ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।