ফিরেও ফেরা হলো না জেমিসনের, সঙ্গী হেনরি
নিউজিল্যান্ড অলরাউন্ডার কাইল জেমিসনকে যেন ছাড়তেই চাচ্ছে না ইঞ্জুরি। গত প্রায় আট মাস ধরে তার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই চোট-দুর্ভাগ্য।

প্রকাশিত হয়েছে - 2023-02-14T09:50:41+06:00
আপডেট হয়েছে - 2023-02-14T09:50:41+06:00
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে প্রায় আট মাস পর দলে ফিরেছিলেন কাইল জেমিসন। কিন্তু সিরিজ শুরুর আগেই আবার ছিটকে গেলেন তিনি। সেই সাথে অভিজ্ঞ পেসার ম্যাট হেনরিকেও প্রথম টেস্ট থেকে হারিয়েছে নিউজিল্যান্ড।
গত বছর জুন মাস থেকে পিঠের চোটে ভুগছেন জেমিসন। ইংল্যান্ড সফরে গিয়েই এই চোট বাঁধিয়েছিলেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার ২২ গজে ফেরার স্বপ্ন দেখছিলেন। তবে তা আর সহসায় হচ্ছে না। ইংল্যান্ড সিরিজের দুই ম্যাচ থেকেই জেমিসনের ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে। মূলত, ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের পক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই আবার পুরানো চোট ফিরে এসেছে তার।
সাদা পোশাকে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন জেমিসন। ব্যাট ও বল- দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করছিলেন তিনি। ফলে চড়া মূল্যে দল পেয়েছিলেন আইপিএলেও। কিন্তু চোটের কারণে এখন তার জীবন চলছে উল্টো পথে। ফিরতে পারছেন না ২২ গজের লড়াইয়ে। এবার আইপিএলের নিলামেও প্রথম ধাপে অবিক্রিত থাকার পর দ্বিতীয় ধাপে ভিত্তিমূল্যে দল পান তিনি।
পেস বোলিং বিভাগে আরো শক্তি কমেছে নিউজিল্যান্ডের। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি। দ্বিতীয় টেস্টে এই পেসার ফিরবেন বলে আশা করছে নিউজিল্যান্ড।
জেমিসন ও হেনরি বদলি খেলোয়াড়ের নামও ইতোমধ্যে ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাদের পরিবর্তে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন স্কট কুগেলেইন ও জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি, মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ওয়েলিংটনে, ২৪ ফেব্রুয়ারি থেকে।