ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য ওয়ানডে ক্রিকেটকে বিদায়, স্বীকার করলেন ডি কক
ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে রাজি ছিলেন না দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। পরবর্তীতে ওয়ানডে ক্রিকেটকেই বিদায় জানিয়ে দেন তিনি।

প্রকাশিত হয়েছে - 2023-09-18T16:26:30+06:00
আপডেট হয়েছে - 2023-09-18T16:26:30+06:00
৫০ ওভারের ফরম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়ার পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন ডি কক। ক্যারিয়ারের শেষ সময়টায় অর্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
ঘরের-মাঠে-শেষ-ওয়ানডে-ম্যাচটি-খেলে-ফেলেছেন-ডি-কক
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব ফেলবে সেটি আঁচ করা গিয়েছিল আরও আগেই। বিশেষ করে যে হারে টি-টোয়েন্টি টুর্নামেন্টের সংখ্যা বেড়েই চলছিল তাঁতে করে হুমকির মুখে পড়তে বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট।
বিগত কয়েক বছরে তো এমন অনেক ক্রিকেটারই রয়েছেন যারা নিজ দেশের সিরিজ চলাকালীন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন। এবার তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ওয়ানডে ক্রিকেটকেই বিদায় বললেন ডি কক।
মূলত বিগ ব্যাশে চুক্তিবদ্ধ হন ডি কক। কিন্তু ওই সময়টায় ঘরের মাঠে প্রোটিয়াদের সিরিজ রয়েছে। যে কারণে ভারতের বিপক্ষে খেলতে অসম্মতি জানায় ডি কক। এই নিয়ে সিএসএ ডি ককের সঙ্গে বেশ কয়েকবার আলাপে বসেন। পরবর্তীতে ওয়ানডে ক্রিকেটকেই বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
“আমি এখানে বসে অস্বীকার করব না, এটার (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) প্রভাব নেই। এটি আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমি বিগত ১০-১১ বছর দলের সঙ্গে ছিলাম এবং দলের প্রতি নিবেদিত ছিলাম। আমি মনে করি এই সময়টায় সত্যিই আমি ভালো করেছি। আমার ক্যারিয়ারে প্রোটিয়া ব্যাজটাকে খুব ভালোভাবে উপস্থাপন করেছি।”
তিনি আরও যোগ করেন, “আমি অস্বীকার করব না টি-টোয়েন্টি ক্রিকেটে প্রচুর অর্থ রয়েছে। আপনার ক্যারিয়ারের শেষ সময়টায় যেকোনো ক্রিকেটারই সর্বোচ্চ উপার্জনের দিকে ঝুঁকবে। যেকোনো সাধারণ মানুষও এই দিকেই দৌড়াবে। আমি দলের প্রতি ভালোবাসা না থাকত তাহলে পাঁচ বছর আগেই এই ক্যারিয়ারটা বেছে নিতাম। আমার বয়স হচ্ছে, এটাই সময়।”
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আরও আগেই। মূলত সীমিত ওভারের ফরম্যাটে ফোকাস ও পরিবারকে একটু বেশি সময় দিতেই এমন সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলের এই উইকেটকিপার। তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে কাছের মানুষদের পরামর্শ নিয়েছেন।
“আমার মনে আছে টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে আমি লড়াই করছিলাম। আমি মাত্র ৫০টি (আসলে ৫৪) টেস্ট খেলেছি। আমার জীবনে আমি যাদের বিশ্বাস করি, তাঁদের সঙ্গে আলাপ করেছি। তাঁরা বলেছিল, যদিও তুমি চাও তাহলে অবসর নিয়ে নাও। এটাতে কোনো লজ্জা নেই। তাহলে বাকি ফরম্যাটগুলোতেও ফোকাস করতে পারবে।”
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলে ফেলেছেন ডি কক। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলেই এই ফরম্যাটকে বিদায় জানাবেন এই উইকেটকিপার ব্যাটার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।