██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বক্সিং ডে টেস্টে ওয়ার্নকে স্মরণ, ক্রিকেটারদের মাথায় মিলবে ‘ফ্লপি’ টুপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর শুরু হওয়া ওই টেস্টে শ্রদ্ধা জানানো হবে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কিংবদন্তি শেন ওয়ার্নকে।

বক্সিং ডে টেস্টে ওয়ার্নকে স্মরণ, ক্রিকেটারদের মাথায় মিলবে ‘ফ্লপি’ টুপি
নিশাত জাহান লিরা

নিশাত জাহান লিরাডেস্ক রিপোর্টার

প্রকাশিত হয়েছে - 2022-12-20T09:13:00+06:00

আপডেট হয়েছে - 2022-12-20T09:13:00+06:00

কিংবদন্তিদের নাম কখনও মুছে যায় না। অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কিংবদন্তি শেন ওয়ার্নকেও তাই এতদিন পরেও ভুলেনি দেশটির ক্রিকেট। এই লেগ-স্পিনার মারা যাওয়ার পর পেরিয়ে গেছে প্রায় নয় মাস। কিন্তু তার স্মরণে এখনও শ্রদ্ধা জানাতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটি হবে বক্সিং ডে টেস্ট। ওই ম্যাচে অজিদের ক্রিকেট আইকন শেন ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানাবে দুই দলই। টেস্ট ম্যাচ শুরুর আগে মেলবোর্নের মাঠে জাতীয় সঙ্গীতের সময় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারদের মাথায় থাকবে ওয়ার্নের সেই ‘ফ্লপি’ টুপি।


২০২২ সালের মার্চে ৫২ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু হয় ওয়ার্নের। তার প্রতি শ্রদ্ধা জানাতেই আবারও আয়োজন করছে সিএ। এবার ক্ষেত্র মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) বক্সিং ডে টেস্ট।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


মূলত বক্সিং ডে টেস্ট নিয়ে নানা স্মৃতি আছে ওয়ার্নের। ১৯৯৪ সালে অ্যাশেজের বক্সিং ডে টেস্টে হ্যাটট্রিক উইকেট নিয়ে নিজের জাত চেনান এই সাবেক অজি তারকা। তার ১২ বছর পরই ওই বক্সিং ডে টেস্টেই ছুঁয়ে ফেলেন নিজের ৭০০তম উইকেটের মাইলফলক।


তাই এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে ‘ফ্লপি’ টুপির পাশাপাশি ওয়ার্নের জার্সি নাম্বার ৩৫০ ফুটিয়ে তোলা হবে মাঠে। এদিকে ওয়ার্নকে নিয়ে বানানো হয়েছে একটি গ্রাফিক। যা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্টের প্রথমদিনে (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩:৫০ মিনিটে এমসিজির স্ক্রিনে দেখানো হবে। এটা পুরো ম্যাচের দিনগুলোতে কয়েকবার হাইলাইটও করা হবে।


আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টে দর্শকদেরও ওয়ার্নের স্মৃতি ধারণ করতে উৎসাহ করা হয়েছে। সে কারণে ওয়ার্নের ট্রেডমার্ক ফ্লপি টুপিও অজি দর্শকদের মাথায় দিয়ে আসতে আগ্রহী করা হয়েছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.