
দেশের হয়ে মাঠ মাতানোর পর এবার পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছেন সাকিব মাহমুদ। ইংলিশ এই পেসার পিএসএলের অসমাপ্ত অংশে পেশোয়ার জালমির হয়ে খেলবেন।
২৩ বছর বয়সী এই পেসার পিএসএলের ডাক পেয়েছেন লিয়াম লিভিংস্টোনের বদলি হিসেবে। নিজ দেশের বাইরে এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড দলে জায়গা না পাওয়ায় অবসরই ছিলেন সাকিব, লিভিংস্টোন আবার পিএসএলকে ‘না’ বলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতেই।
সাকিবের দল পেশোয়ার জালমি ১৪ নভেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের দল লাহোর কালান্দার্সের বিপক্ষে লড়বে। ফাইনাল খেলতে হলে এই ম্যাচে দলটির জয়ের বিকল্প নেই।
পিএসএল চলাকালেই পাকিস্তানে মহামারি হয়ে ওঠে করোনা। ঝুঁকি এড়াতে আয়োজকরা দর্শকশূন্য মাঠে খেলা চালিয়ে যান। ফাইনালের সূচি এগিয়ে আনা হয়, প্লে-অফের বদলে বানানো হয় সেমিফাইনালের লাইনআপ। কিন্তু এতকিছুর পরও পিএসএল সম্পন্ন করতে পারেনি পিসিবি। কারণ ততক্ষণে বিশ্বজুড়ে ক্রিকেট স্থবির হয়ে পড়েছে, আর পিএসএল সংশ্লিষ্টরাও ছিলেন ঝুঁকির মধ্যে।
লিগ পর্বের পারফরম্যান্সে পিএসএলের পঞ্চম আসরের শেষ চারে জায়গা করে নিয়েছিল মুলতান সুলতানস, করাচি কিংস, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। অসমাপ্ত অংশ নতুন করে মাঠে গড়ানোয় পুরনো নিয়মেই প্লে-অফ অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
একনজরে পিএসএলের বাকি অংশের সূচি-
তারিখ | ম্যাচ | ভেন্যু |
কোয়ালিফায়ার, ১৪ নভেম্বর | মুলতান সুলতান বনাম করাচি কিংস | করাচি |
এলিমিনেটর-১, ১৪ নভেম্বর | লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি | করাচি |
এলিমিনেটর-২, ১৫ নভেম্বর | কোয়ালিফায়ারের জয়ী দল বনাম এলিমিনেটর-১ এর পরাজিত দল | করাচি |
ফাইনাল, ১৭ নভেম্বর | এলিমিনেটর-১ ও এলিমিনেটর-২ এর জয়ী দল | করাচি |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।