
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচগুলোর সময়ে পরিবর্তন এসেছে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোর সময় এক ঘণ্টা পিছিয়েছে।
আগামী ১১ ডিসেম্বর শুরু হয়ে ১৭ জানুয়ারি শেষ হবে বিপিএলের সপ্তম আসর। ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার দিনের প্রথম ম্যাচ দুপুর দুইটায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচিতেও শুক্রবারের খেলার সময় এটাই রয়েছে। তবে বদলে গেছে শনি থেকে বৃহস্পতিবারের ম্যাচগুলোর সময়।
সংশোধিত সূচিতে, শনিবার থেকে বৃহস্পতিবারের প্রথম ম্যাচগুলো শুরুর সময় ধরা হয়েছে দুপুর দেড়টা, যা আগে ছিল দুপুর সাড়ে বারোটা। এছাড়া রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, যা আগে ছিল ৫.২০টা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। আগামী ৮ ডিসেম্বর এবারের আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনজরে বঙ্গবন্ধু বিপিএলের সূচি
তারিখ | ক্রমিক | ম্যাচ | ভেন্যু |
১১ ডিসেম্বর | ১ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার | ঢাকা |
১১ ডিসেম্বর | ২ | কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রংপুর রেঞ্জার্স | ঢাকা |
১২ ডিসেম্বর | ৩ | ঢাকা প্লাটুন বনাম রাজশাহী রয়্যালস | ঢাকা |
১২ ডিসেম্বর | ৪ | খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ঢাকা |
১৩ ডিসেম্বর | ৫ | সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস | ঢাকা |
১৩ ডিসেম্বর | ৬ | ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | ঢাকা |
১৪ ডিসেম্বর | ৭ | রংপুর রেঞ্জার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ঢাকা |
১৪ ডিসেম্বর | ৮ | ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার | ঢাকা |
১৭ ডিসেম্বর | ৯ | খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস | চট্টগ্রাম |
১৭ ডিসেম্বর | ১০ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার | চট্টগ্রাম |
১৮ ডিসেম্বর | ১১ | কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রংপুর রেঞ্জার্স | চট্টগ্রাম |
১৮ ডিসেম্বর | ১২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা প্লাটুন | চট্টগ্রাম |
২০ ডিসেম্বর | ১৩ | খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স | চট্টগ্রাম |
২০ ডিসেম্বর | ১৪ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | চট্টগ্রাম |
২১ ডিসেম্বর | ১৫ | খুলনা টাইগার্স বনাম সিলেট থান্ডার | চট্টগ্রাম |
২১ ডিসেম্বর | ১৬ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স | চট্টগ্রাম |
২৩ ডিসেম্বর | ১৭ | ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | চট্টগ্রাম |
২৩ ডিসেম্বর | ১৮ | খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস | চট্টগ্রাম |
২৪ ডিসেম্বর | ১৯ | ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার | চট্টগ্রাম |
২৪ ডিসেম্বর | ২০ | কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালস | চট্টগ্রাম |
২৭ ডিসেম্বর | ২১ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা প্লাটুন | ঢাকা |
২৭ ডিসেম্বর | ২২ | খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স | ঢাকা |
২৮ ডিসেম্বর | ২৩ | কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালস | ঢাকা |
২৮ ডিসেম্বর | ২৪ | খুলনা টাইগার্স বনাম সিলেট থান্ডার | ঢাকা |
৩০ ডিসেম্বর | ২৫ | সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স | ঢাকা |
৩০ ডিসেম্বর | ২৬ | ঢাকা প্লাটুন বনাম রাজশাহী রয়্যালস | ঢাকা |
৩১ ডিসেম্বর | ২৭ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | ঢাকা |
৩১ ডিসেম্বর | ২৮ | রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস | ঢাকা |
২ জানুয়ারি | ২৯ | রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস | সিলেট |
২ জানুয়ারি | ৩০ | সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | সিলেট |
৩ জানুয়ারি | ৩১ | ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স | সিলেট |
৩ জানুয়ারি | ৩২ | সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স | সিলেট |
৪ জানুয়ারি | ৩৩ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স | সিলেট |
৪ জানুয়ারি | ৩৪ | সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস | সিলেট |
৭ জানুয়ারি | ৩৫ | সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | ঢাকা |
৭ জানুয়ারি | ৩৬ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস | ঢাকা |
৮ জানুয়ারি | ৩৭ | খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | ঢাকা |
৮ জানুয়ারি | ৩৮ | ঢাকা প্লাটুন বনাম রংপুর রেঞ্জার্স | ঢাকা |
১০ জানুয়ারি | ৩৯ | ঢাকা প্লাটুন বনাম রংপুর রেঞ্জার্স | ঢাকা |
১০ জানুয়ারি | ৪০ | খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স | ঢাকা |
১১ জানুয়ারি | ৪১ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস | ঢাকা |
১১ জানুয়ারি | ৪২ | খুলনা টাইগার্স বনাম ঢাকা প্লাটুন | ঢাকা |
১৩ জানুয়ারি | ৪৩ | এলিমিনেটর (৩য় স্থান বনাম ৪র্থ স্থান) | ঢাকা |
১৩ জানুয়ারি | ৪৪ | ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) | ঢাকা |
১৫ জানুয়ারি | ৪৫ | ২য় কোয়ালিফায়ার (৪৩তম ম্যাচের জয়ী বনাম ৪৪তম ম্যাচের বিজিত দল) | ঢাকা |
১৭ জানুয়ারি | ৪৬ | ফাইনাল (৪৪তম ম্যাচের জয়ী দল বনাম ৪৫তম ম্যাচের জয়ী) | ঢাকা |
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।