বাংলাদেশকে খোঁচা দিয়ে আফগানিস্তানের প্রশংসা শেবাগের
আফগানিস্তানের কাছ থেকে শেখার পরামর্শ শেবাগের।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-10-31T09:15:06+06:00
আপডেট হয়েছে - 2023-10-31T09:15:06+06:00
এবারের বিশ্বকাপে প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করা দল কোনটি? এই প্রশ্নের উত্তরে সবাই-ই এক বাক্যে বলবেন আফগানিস্তানের কথা। আর প্রত্যাশার ধারেকাছে ঘেঁষতে না পারা দলের নাম জানতে চাইলে উঠে আসতে পারে বাংলাদেশের কথা। চেনা কন্ডিশন, অভিজ্ঞ ক্রিকেটার, ফর্মে থাকা তরুণদের মিলনমেলা- সব কিছুর পরও বিশ্বকাপে মাথা তুলে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ দলের উচিৎ আফগানিস্তানের কাছ থেকে শেখা- পরোক্ষভাবে এই পরামর্শই দিয়েছেন ভারতীয় কিংবদন্তি বীরেন্দর শেবাগ। [এখানে কুইজ খেলে জিতে নিন বাংলাদেশ দলের জার্সি]
আফগানিস্তান এত ভালো খেলছে আর বাংলাদেশ এত বাজে খেলছে যে, বিশ্বকাপে দুই দলের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে আফগানিস্তানের পরাজয়কে এখন দেখা হচ্ছে দুর্ঘটনা হিসেবে। সেই জয়ের পর বাংলাদেশ হেরেছে টানা পাঁচটি ম্যাচ। আর আফগানিস্তান একে একে জয় তুলে নিয়েছে তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া সর্বশেষ দাপুটে জয়ের পর এক টুইট বার্তায় আফগানিস্তানের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশকে টেনে এনেছেন শেবাগ। তিনি লিখেছেন, 'ওয়াও আফগানিস্তান, কী পারফরম্যান্স! আফগানিস্তান যে স্পিরিট দেখিয়েছে তা থেকে অনেক কিছু শেখার আছে।'
শেবাগ যে আফগানদের দেখে বাংলাদেশকেই শেখার পরামর্শ দিয়েছেন তা অনেকটা স্পষ্ট করে সেই টুইটে তিনি আরও লিখেছেন, 'বাংলাদেশ প্রায় ২৫ বছর ধরে খেলছে। এখন পর্যন্ত এভাবে একটানা বড় দলগুলোকে হারাতে পারেনি যেটা মাত্র কয়েক দিনে আফগান ছেলেরা করে দেখিয়েছে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে উন্নতি করা দল তারা।'
আফগানিস্তানের প্রশংসা করতে গিয়ে শেবাগের এই খোঁচাখুঁচি অবশ্য বাংলাদেশের ভক্ত-সমর্থকরা ভালোভাবে নেননি। অনেকেই শেবাগকে মনে করিয়ে দিয়েছেন, তার খেলোয়াড়ি জীবনে, ২০০৭ সালে এই বাংলাদেশের কাছে হেরেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
প্রসঙ্গত, গেল সোমবার পুনেতে মুখোমুখি হয় এশিয়ার ক্রিকেটের দুই পরাশক্তি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগে ব্যাট করে টেনেটুনে ২৪১ রান জড়ো করে আফগানরা। জবাব দিতে নেমে ২৮ বল ও ৭ উইকেট হাতে রেখে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় রশিদ, নবী, মুজিবদের আফগানিস্তান। এর আগে ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় নিজেদের তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা দলটি, আগের দুই বিশ্বকাপ মিলে যাদের জয় ছিল মাত্র একটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।