██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মানছেন স্টিড

মাঠের নামার আগে বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড।

বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মানছেন স্টিড

বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মানছেন স্টিড

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-12-16T16:50:59+06:00

আপডেট হয়েছে - 2023-12-16T16:50:59+06:00

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। টাইগারদের জন্য বেশ কঠিন এই কন্ডিশন। কিউই মুল্লুকে যে এখনও পর্যন্ত সাদা বলের ক্রিকেটে কোনো দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ!

গ্যারি স্টিড। 

তবে কন্ডিশন কঠিন হলেও বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মানছে নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন কিউই কোচ গ্যারি স্টিড। আলাদা করে উল্লেখ করেছেন বাংলাদেশের শক্তিশালী পেস বোলিং আক্রমণের কথা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গ্যারি স্টিড বলেন, ‘তারা (বাংলাদেশ) বিদেশের মাটিতে বেশ উন্নতি করা একটি দল। তাদের ভালো একটি পেস আক্রমণ আছে বিশেষ করে আমাদের এখানকার উইকেটে তা অনেক কার্যকর হয়ে উঠতে পারে। ফলে তারা আমাদের যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা আমাদের মোকাবেলা করতে হবে। ব্যাটিংয়েও তাদের ভালো রকমের অভিজ্ঞতা আছে। গত বিশ্বকাপে হয়ত তারা প্রত্যাশামত ভালো করতে পারেনি। তবে এমন কন্ডিশনে তারা অবশ্যই হুমকির কারণ।’

 

দলে নিয়মিত বেশ কিছু ক্রিকেটার না থাকায় একাধিক তরুণ ক্রিকেটারকে নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। এখানেও ইতিবাচকতা দেখছেন স্টিড। তিনি জানান, ‘তারা খুবই ভালো দল। এখানে নতুন কিছু ক্রিকেটার নিয়ে তারা এসেছে যার ফলে বোঝা যাচ্ছে তাদের দলের গভীরতা কতখানি। খুবই এক্সাইটিং কিছু তরুণ ক্রিকেটার আছে তাদের দলে।’


কিউই পেসার জ্যাকব ডাফিও বাংলাদেশকে সমীহ করছেন, ‘আসলে বিশ্বকাপে দেখা গেছে র‍্যাংকিংয়ের ওপরের দলের সাথে নিচের দিকে দলের মধ্যে এখন আর তেমন তফাত নেই। বিশ্বকাপে সবাইই একাধিক ম্যাচ জেতার স্বাদ পেয়েছে। এখানেও তেমনই লড়াই দেখা যাবে বলে মনে হচ্ছে। গত বছর তারা (বাংলাদেশ) এখানে টেস্ট ম্যাচ জিতেছে। ক্রিকেট খেলাটা এখন সেদিকেই এগোচ্ছে। তাদের টপ অর্ডারে কিছু ক্লাসি ব্যাটার আছে। আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

 

আগামীকাল ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.