Scores

বাংলাদেশকে নিয়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

করোনার এই কঠিন পরিস্থিতিতে সফলভাবে সিরিজ আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে ভবিষ্যতে তাদের মাটিতে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনের কথা জানিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী।

ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে হতাশ পাপন
দুই ম্যাচেই প্রতিরোধহীন ক্রিকেট খেলে হেরেছে ক্যারিবীয়রা। ফাইল ছবি

বাংলাদেশে যখন করোনাভাইরাসের প্রকোপ বাড়ছিল তখনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজনের পরিকল্পনা করে বিসিবি। শত বাঁধা থাকার শর্তেও করোনার কঠিন সময়ে সঠিকভাবে ওয়ানডে এবং টেস্ট সিরিজ আয়োজন করেছে বিসিবি। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার হতে কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যদের সব ধরণের সুবিধা দেওয়া হয়েছে।

বিসিবির এমন আপ্যায়নে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিরিজ শেষ করে দেশে ফিরে কঠিন পরিস্থিতিতে সফলভাবে সিরিজ আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, এমনই জানানো হয়েছে প্রথম আলোর এক প্রতিবেদনে। বোর্ডটির প্রধান নির্বাহী বলেন,

Also Read - দুর্ভাগ্যে ভারতে টেস্ট খেলা হলো না কারানের


“ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের খুব ভালো প্রশংসা পেয়েছি। আশা করি, এ সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে।”

বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ইচ্ছে তাঁদের মাটিতে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনেই। এই কথাও জানিয়ে রাখেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

“আশা করি, এই সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে। বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই এবং আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইব।”

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টেস্টে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়রা।

Related Articles

হোয়াইটওয়াশ করে মানুষকে ভুল প্রমাণ করতে পেরে গর্বিত ক্যারিবীয় অধিনায়ক

প্রথম সেশনে ক্যারিবীয়দের দাপট

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ, চ্যালেঞ্জিং হবে বলছেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল নিয়ে মাথাব্যথা নেই তামিমের

‘২৪০-২৭০ করতে পারলে বাংলাদেশকে হারাতে পারব’