বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-29T00:16:36+06:00
আপডেট হয়েছে - 2024-11-29T00:16:36+06:00
দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ড্র করলেও জেতা হবে সিরিজ, আর সিরিজ হারের সুযোগ তো আর নেই-ই। তবে ক্যারিবীয়রা দুটি ম্যাচই জিততে চায়, হোয়াইটওয়াশ করতে চায় টাইগারদের।
দ্বিতীয় টেস্টের জন্য জ্যামাইকায় পা রেখে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডা সিলভা বলেন, 'জ্যামাইকায় আসতে সবসময়ই ভালো লাগে। সর্বশেষ এখানে এসে জ্যামাইকার বিরুদ্ধেই ম্যাচ সেঞ্চুরি পেয়েছিলাম। ঐ ফর্ম ধরে রাখতে পারলে ভালোই হবে। সিরিজে এগিয়ে থেকে এখানে আসতে পারাটা দারুণ অনুভূতি। আমরা এখনও হাল ছাড়িনি, ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।'
এ সময় ওয়েস্ট ইন্ডিজের ফর্মে থাকা পেসারদের প্রশংসা করেন তিনি। সতীর্থদের স্তুতি গেয়ে ডা সিলভা বলেন, 'রো পেইস, দারুণ ট্যালেন্ট। কেমার রোচের নেতৃত্বে দারুণভাবে ছেলেরা বোলিং করছে। শেমার, জায়ডেনের মতো নিউ কামাররা ভালো করছে অনেক। তাদের দারুণ গতি রয়েছে। আমরা ১৮ উইকেট তুলে নিয়েছি, দুটি ইনিংসই ঘোষণা করেছি। আমরা সিরিজের দুটি ম্যাচই জিততে মুখিয়ে আছি।'
প্রথম ম্যাচে কোনো স্পিনার ছিলেন না স্বাগতিকদের একাদশে। দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়ে আভাস জানতে চাইলে ক্যারিবীয় ক্রিকেটার বলেন, 'একাদশ বা কম্বিনেশনে পরিবর্তন আসবে কি না এটা অধিনায়ক বা কোচ বলতে পারবে। তবে প্রথম ইনিংসে যে পরিকল্পনা বা কৌশল ছিল তা ভালোভাবে কাজে এসেছে। দ্বিতীয় টেস্টেও যেমনই হোক আমি বিশ্বাস করি ভালোই হবে। সবাই সবার সেরাটা দিবে।'
এ সময় নিজের পারফরম্যান্স ও দায়িত্ব নিয়েও কথা বলেন জশুয়া ডা সিলভা। তিনি জানান, 'প্রথম ইনিংসে আমরা ৪৫০ রান করি, এটাই লক্ষ্য ছিল। দিনশেষে আমরা এভাবেই ধারাবাহিক হতে চাই। এমনকি আমিসহ প্রত্যেক ব্যাটার। দলে তরুণ অনেকে আছে যারা মিডল অর্ডারের হাল ধরছে। নিয়মিত ৩০০ রানের বেশি করে যেতে হবে, উইকেট যেমনই হোক। আমি এটা নিয়ে চিন্তিত নই, আমাদের ছেলেদের সেই সামর্থ্য আছে। আমিও শুধু এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চাই। ফিফটি, হান্ড্রেড করে গড়টাকে আরও বাড়াতে চাই। রান করা আমার দায়িত্ব। পরিস্থিতি অনুযায়ী দল আমার কাছ থেকে যা চায়, দলের যা প্রয়োজন তা পূরণ করার দিকেই আমার লক্ষ্য।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।