বাংলাদেশের আগ্রাসী ক্রিকেট মনে ধরেছে অ্যাডায়ারেরও
নতুন ধাঁচের বাংলাদেশ দলকে বেশ পছন্দ হচ্ছে মার্ক অ্যাডায়ারের।

বাংলাদেশের আগ্রাসী ক্রিকেট মনে ধরেছে অ্যাডায়ারেরও
প্রকাশিত হয়েছে - 2023-03-31T22:40:17+06:00
আপডেট হয়েছে - 2023-03-31T22:40:17+06:00
বাংলাদেশের আগ্রাসী ক্রিকেট প্রশংসা কুড়াচ্ছে সকলের। ছবিঃ বিডিক্রিকটাইম
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটায় এসে জিততে পারেনি বাংলাদেশ। ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে আইরিশদেরকে হোয়াইটওয়াশটা আর করা হল না বাংলাদেশের। তবে ম্যাচ হেরে গেলেও টাইগারদের আগ্রাসী মানসিকতার ক্রিকেটের প্রশংসাই করেছেন সকলে। আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারও মুগ্ধ টাইগারদের এমন ভয়ডরহীন আগ্রাসী ক্রিকেট দেখে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মার্ক অ্যাডায়ার বলেন, ‘আসলে তারা একটি বিশেষ ধরনের (আগ্রাসী, ভয়ডরহীন) ক্রিকেট খেলে থাকে। যা তাদের জন্য কার্যকরীও। এক ম্যাচের ব্যর্থতার জন্য তাদের এমন খেলার ধরনের সমালোচনা করাটা হবে হাস্যকর। তারা (বাংলাদেশ) দারুণ একটি দল। তারা সেভাবেই খেলবে যেভাবে তাদের ব্যাটাররা এবং বোলাররা আত্মবিশ্বাস পাবে। যদি তারা এভাবেই খেলে যায় এবং খেলায় নিয়োজিত থাকে তাহলে এখানে আমি ভুল কিছু দেখছি না।’
অ্যাডায়ার আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি ব্যর্থ হবেনই। এই খেলাটা বেশ কঠিন। ফলে তারা হয়ত এভাবেই খেলে যাবে। আজকেও তারা এমনটাই করেছে। এত উইকেটের পতনের পরেও তারা আক্রমণ করেই যাচ্ছিল। যদি আমি তাদের দলের কোচ হতাম তাহলে আমি ম্যাচ হারার পরেও তাদের আক্রমণাত্মক খেলার কারণে উচ্ছ্বসিত থাকতাম।’
সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে আয়ারল্যান্ড। ছবিঃ বিডিক্রিকটাইম
ঘরের মাঠে যে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর দল তা এই সফরে হাড়ে হাড়ে টের পেয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে সফরের প্রথম জয়টা পেয়েছে তারা। আগের সব ম্যাচেই হেরেছে খুবই বাজেভাবে। স্বস্তির জয় তুলে নিয়ে বাংলাদেশের প্রশংসাও করেছেন অ্যাডায়ার। তিনি বলেন, ‘এটা (জয় পাওয়াটা) স্বস্তির। বাংলাদেশ অনেক ভালো একটি দল। ঘরের মাঠে তো আরও বেশি ভালো দল। তাদের ফলাফলের দিকে তাকালেও কোনোরকমের অঘটন খুঁজে পাওয়া যাবে না। ৩-০ ব্যবধানে জিতছে, অস্ট্রেলিয়াকেও তো মনে হয় ২-১ (আসলে ৪-১) ব্যবধানে হারাল। ভারতকেও হারিয়েছে। তারা খুবই ভালো একটি দল। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক কিছুই হয়ে থাকে। হয়ত অনেক সময় ফিল্ডাররা বল লুফে নিতে পারে অনেক সময় আবার ছেড়ে দেয়। এসব বিষয়ই অনেক সময় প্রভাবক হয়ে উঠতে পারে।’
ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। আগামী ৪ এপ্রিল ঢাকায় সফরের একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।