বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট প্রোটিয়ারা, বিশ্বাস বিসিবির

প্রকাশিত হয়েছে - 2024-09-23T20:23:37+06:00
আপডেট হয়েছে - 2024-09-23T20:23:37+06:00
গেল ২ দিন মিরপুর স্টেডিয়ামে পদধূলি পড়েছে সেনাবাহিনীর। ক্রিকেটারদের নিরাপত্তা দিতে কী ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, তার মহড়াও হয়েছে। আর এর সব কিছু দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি বা পর্যবেক্ষক দলকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে। বিসিবির বিশ্বাস, বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হয়েছে পর্যবেক্ষক দল।
দেশের রাজনৈতিক ডামাডোলের কারণে প্রমীলা টি-২০ বিশ্বকাপ সরে গেছে বাংলাদেশ থেকে। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়েও সংশয়। তবে সে সংশয় বলা যেতে পারে আগে ছিল, এখন নেই। বিসিবি ও সরকারের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে যে মহড়া ও প্রস্তুতি দেখানো হয়েছে, তাতে বাংলাদেশে এই সিরিজ না হওয়ার সুযোগ নেই বলেই বিশ্বাস বিসিবির।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে, এটা শুধু বোর্ডের থাকে না। সরকার, মানুষ দায়িত্ব নেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত ২ দিনের প্রোগ্রামের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বোর্ড-সরকারি এজেন্সির নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ।'
দক্ষিণ আফ্রিকা অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের ব্যাপারে সম্মতি জানায়নি। দেশের পরিস্থিতির উপর আস্থা রেখে আর প্রোটিয়াদের পর্যবেক্ষক দলের সাথে কথা বলে নাফীসের বিশ্বাস, 'আমি যতটুকু কথা বলে বুঝেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিসিবি, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, র্যাব, ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।