
বাংলাদেশের নিরাপত্তা এবং আতিথেয়তায় মুগ্ধ মারক্রাম
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-31T22:33:06+06:00
আপডেট হয়েছে - 2024-10-31T22:33:06+06:00
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা সৃষ্টি হয়েছিল। মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। সাকিবের বিদায়ী টেস্টকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছিল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এইডেন মারক্রাম। তবে সাকিবকে ঘিরে এত এত নিরাপত্তা ব্যবস্থা নিয়েও
মানুষকে ঠেকিয়ে রাখা যায়নি। তীব্র জনরোষের কারণে সাকিববিরোধী আন্দোলন তীব্র হয়ে
উঠেছিল। শেষমেশ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
ভূঁইয়ার পরামর্শ অনুযায়ী সাকিবকে দেশে ফিরতে মানা করেছিল বিসিবি। মিরপুরে বিদায়ী
টেস্ট আর খেলা হয়নি সাকিবের। দেশের মাটিতে সাকিব আর কখনও পা রাখতে পারবেন কিনা তা
নিয়েই রয়েছে শঙ্কা।
এত এত বিতর্কের মাঝে দক্ষিণ আফ্রিকা দলের সফরে নিরাপত্তার ক্ষেত্রে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছিল। মাঠের আশেপাশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া জুলাই-আগস্টে দেশের অস্থির পরিস্থিতির কারণে সফর নিয়েও কিছুটা অনিশ্চয়তা ছিল। শুরুতে ক্রিকেটাররা দ্বিধার মধ্যে থাকলেও সময়ের সাথে সাথে তা কেটে গেছে।
বাংলাদেশ সফরে এসে এখানকার নিরাপত্তা এবং মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মারক্রাম বলেন, ‘এখানে আসার আগে বিষয়গুলো অনেক কনফিউজিং ছিল। তবে ধীরে ধীরে সেসব কমেছে। এখানে সবার আতিথেয়তা অসাধারণ ছিল। সবাই আমাদের স্বাগত জানিয়েছে। নিরাপত্তা দারুণ ছিল। সবকিছু অসাধারণভাবে হয়েছে। মাঠের ক্রিকেটে আমরা নিজেদের কাজটা করতে পেরেছি, সফল হতে পেরেছি। বাংলাদেশে দারুণ সময় কেটেছে আমাদের। রাস্তায় দারুণ নিরাপত্তা ছিল। এসবের সাথে যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ। এর ফলে আমরা আবারও বাংলাদেশে ফিরে আসতে চাইব।’
বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে হোয়াইটওয়াশ করে দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।