বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন ট্রট
বাংলাদেশকে হুংকার দিচ্ছে আফগানিস্তান।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন ট্রট
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-01T22:08:36+06:00
আপডেট হয়েছে - 2023-09-01T22:08:36+06:00
এশিয়া কাপের শুরুটা হার দিয়ে করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে চরম ব্যর্থতার মূল্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। গ্রুপ পর্বে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের জন্য এই ম্যাচ বাঁচা মরার লড়াই।
বাংলাদেশকে হারাতে মরিয়া আফগানিস্তান। ছবি : বিডিক্রিকটাইম
বাংলাদেশকে কিছুদিন আগেই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে আফগানরা। এবারও নিশ্চিতভাবেই ছেড়ে কথা বলবে না তারা। দলের কোচ জোনাথন ট্রট তো আফগানিস্তানকেই ফেভারিট মানছেন। লড়াইটা বেশ জমজমাটই হওয়ার কথা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ম্যাচের ফেভারিট প্রসঙ্গে ট্রট জানিয়েছেন, ‘অবশ্যই আফগানিস্তান (ফেভারিট) (ব্যাজের দিকে ইঙ্গিত)।’
বাংলাদেশ জয়ের জন্য মরিয়া থাকবে তা বেশ ভালো করেই জানা আছে ট্রটের, ‘আমরা জানি এটা কঠিন হতে যাচ্ছে। আমাদের দুটি ম্যাচই কঠিন হতে চলেছে। তবে প্রথমে বাংলাদেশের খেলায় মনোযোগ দিচ্ছি। আমরা জানি যে তারা অবশ্যই জয়ের জন্য মরিয়া হয়ে উঠবে। তাদের ইনটেনসিটি এবং জয়ের আকাঙ্ক্ষার সাথে পাল্লা দেওয়াটা আমাদের কাজ। সুতরাং, আমরা সকলেই জানি যে যদি আমরা তাদের মত মানসিকতা বা আরও ভালো মানসিকতা এবং আরও ভালো দক্ষতা নিয়ে না আসতে পারি, তাহলে আমরা চাপের মধ্যে থাকব। ফলে এটিই আজকের বার্তা এবং এটি আগামীকালে বার্তাও হতে যাচ্ছে এবং এটি ম্যাচের দিনের বার্তাও হতে যাচ্ছে। ফলে আমি সত্যিই মুখিয়ে আছি।’
আবহাওয়ার কোনো সুবিধা আফগানরা পাবে না বলেও জানিয়ে দিয়েছেন ট্রট, ‘দেখুন, এশিয়া কাপের সমস্ত দেশ গরম আবহাওয়ায় বড় হয়েছে। তাই তারা এসবে অভ্যস্ত। আমি মনে করি না এটি আমাদের জন্য কোনো ধরনের সুবিধা হবে বা আমরা এটি থেকে উপকৃত হব। আমরা যদি মনে করি বাংলাদেশের চেয়ে কয়েকদিন আগে এখানে এসে আমরা উপকৃত হব, তাহলে আমার মনে হয় আমরা ঝামেলায় পড়ে যাব। আমরা আবহাওয়ার উপর নির্ভর করতে পারি না, ঠিক আছে? তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যে আবহাওয়ার সাথে মোকাবিলা করি না কেন, আবহাওয়া যাই হোক না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা তাদের থেকে ভালো (ক্রিকেট খেলছি)। তাই, এটাই আমাদের মানসিকতা এবং সামনে এগোনোর রাস্তা।’
আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।