Scores

বাংলাদেশে ‘অনুশীলন’ নিয়ে সন্তুষ্ট নন সিমন্স

তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। মূল ম্যাচে নামার আগে সপ্তাহখানেক প্রস্তুতি গ্রহণের সময় পাচ্ছেন তারা। তবে এই সময়েও খুশি নন দলটির কোচ ফিল সিমন্স। বাংলাদেশের স্পিন আক্রমণকে সামনে রেখে প্রস্তুত করছেন দলকে।

বাংলাদেশে 'অনুশীলন' নিয়ে সন্তুষ্ট নন সিমন্স
মিরপুরে অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ দল

 

ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে পৌঁছেছিল ১০ জানুয়ারি। ৩ দিনের কোয়ারেন্টিন পালন শেষে অনুশীলন করতে নামেন তারা। সিরিজ শুরুর আগে সপ্তাহখানেক প্রস্তুতির সময় পেয়েও সন্তুষ্ট নন কোচ সিমন্স। তাদের সর্বশেষ নিউজিল্যান্ড সফরের মতো সুবিধা পাওয়ার আশা করছিলেন তিনি।

Also Read - 'কারো খেলা কখনো ছোট করে দেখতে নেই'

সিমন্স বলেন, ‘প্রস্তুতির এই সময়টা আমার কাছে মোটেও যথেষ্ট নয়। নিউজিল্যান্ডে আমরা যতটা সময় পেয়েছিলাম সেরকম সময় পেলে আমার কাছে ভালো লাগত। কিন্তু আমরা যা পেয়েছি, তাতেই চেষ্টা করেছি নিজেদের ফিট করে তোলার। সিরিজে লড়াইয়ের জন্য এটা খুবই দরকার ছিল। আমরা ভালো শুরু করতে চাই।’

আনকোরা এক স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসলেও দলের খেলোয়াড়দের প্রচেষ্টা ও পরিশ্রম দেখে মুগ্ধ হয়েছেন সিমন্স। নিজ দল সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন,

‘তারা সবাই আমাকে বিমোহিত করেছে। তাদের সবার চোখে ভালো করার ক্ষুধা দেখা যাচ্ছে। আমরা যা বলেছি, তার সবকিছুই করার জন্য তারা চেষ্টা করছে। তারা খুবই পরিশ্রম করছে। প্রথম ম্যাচের একাদশ বেছে নেওয়ার খুব কাছেই আছি আমরা। এইজন্য প্রস্তুতি ম্যাচই হতে পারে সবচেয়ে ভালো নির্দেশক।’

দল নিয়ে সন্তুষ্ট হলেও বাংলাদেশের স্পিনাররা ভাবাচ্ছে সিমন্সকে। বাংলাদেশে ক্যারিবিয়ানদের সর্বশেষ সফরে স্পিনারদের কাছে নাকাল হওয়ার স্মৃতি এখনো ভোলেননি তারা। বাংলাদেশ দলে ছয় পেসার থাকাকে নিজেদের জন্যও ইতিবাচক দেখছেন সিমন্স। তিনি বলেন,

‘এখনো তাদের মূল চারজন স্পিনার আছে। ওরা হয়তো দুই বা তিনজন পেসারও খেলাতে পারে। আমরা হয়তো ভালো পিচ পাবো, ওদের দলে ছয়জন পেসার থাকা একটা ভালো ব্যাপার। কিন্তু তবুও চারজন স্পিনারও কিন্তু আছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই শুরু হবে আগামী ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে। সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

মায়ের জন্যই বিসিবির কাছে শাস্তি কমানোর আর্জি শাহাদাতের

আইসিসির ‘সাম্যবাদী’ নিয়মে ক্ষিপ্ত ভারত

চুল নিয়ে ধারাভাষ্যকারের কটূক্তি, রেগে আগুন স্টেইন

পাসপোর্ট হারানো শানাকার বদলে শ্রীলঙ্কার নেতৃত্বে ম্যাথিউস

দুর্ঘটনাক্রমে ক্রিকেটার হয়েছি : অশ্বিন