বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে : ল্যাথাম
জয়ের কৃতিত্ব বাংলাদেশকে দিয়েছেন কিউই অধিনায়ক।

বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে : ল্যাথাম
প্রকাশিত হয়েছে - 2023-12-23T10:01:41+06:00
আপডেট হয়েছে - 2023-12-23T16:11:59+06:00
অবশেষে সকল অপেক্ষার অবসান। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত নিউজিল্যান্ডকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কিউইদের ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।
উড়ন্ত বাংলাদেশ, হতাশ নিউজিল্যান্ড, ম্যাচের মতই যেন। ছবি : গেটি ইমেজস
ম্যাচে শুরু থেকে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। বোলিংয়ে নেমে গতি, বাউন্স আর সুইংয়ে কিউই ব্যাটারদের নাকাল করে রাখেন টাইগার পেসাররা। তুলতে থাকেন একের পর এক উইকেট। নিউজিল্যান্ডের ব্যাটাররাও যেন বাংলার পেসারদের বোলিংয়ের কোনো জবাব খুঁজে পাচ্ছিলেন না। মাত্র ৯৮ রানের মাথায় অলআউট হয়ে যায় কিউইরা।
জবাব দিতে নেমে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফিফটি হাঁকিয়ে ৫১ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসাও কুড়িয়েছেন শান্তরা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘বাংলাদেশ আজ আমাদের একদম আউটপ্লেড করে দিয়েছে। এমন উইকেটে যেখানে বোলাররা সুবিধা পায় সেখানে আসলে আমাদের দায়িত্ব ছিল ভালো জুটি গড়া। আগের দুই ম্যাচে আমরা তা ভালোভাবে করতে পেরেছি। এখানে শুরুতে আমরা অনেক চাপে ছিলাম। এরপর দ্রুতই একের পর এক উইকেট হারিয়েছি। বোর্ডে যখন মাত্র ১০০ এর কাছাকাছি রান থাকবে বাংলাদেশ তো এসেই শট খেলে রান তোলার চেষ্টা করবে এবং তারা সেটাই করেছে।’
এই ম্যাচ জিতলেও আগের দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।