বাংলাদেশ খুবই ভালো দল : গিলেস্পি
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য মুখিয়ে আছেন গিলেস্পি

প্রকাশিত হয়েছে - 2024-07-07T22:08:59+06:00
আপডেট হয়েছে - 2024-07-07T22:08:59+06:00
আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ৷ টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম কোন জাতীয় দলের কোচিং ক্যারিয়ার শুরু করবেন জেসন গিলেস্পি। গত এপ্রিলে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে তার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাংলাদেশ সিরিজ নিয়ে মুখিয়ে আছেন গিলেস্পি
গিলেস্পির জন্য বাংলাদেশ এক স্মরণীয় স্মৃতির নাম। এই বাংলাদেশের বিপক্ষেই ২০০৬ সালে টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে ২০১ রান করেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে কথা বলেছেন সেটা নিয়েও। পাকিস্তানের ভালো করায় মনোযোগ এই অজি তারকার।
গিলেস্পি বলেন, "দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন। এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।"
পাকিস্তানের ইতিবাচক পারফরম্যান্সে মনোযোগ টেস্টে ২৫৯ উইকেটশিকার করা এই অজি পেসারের। টাইগারদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি। খেলতে চান প্রভাব বিস্তার করে।
" আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে প্রভাব বিস্তার কর খেলার জন্য। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।"
২০২০ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার করোনার কারণে একটি টেস্ট খেলার পর বাতিল হয়েছিল সিরিজের বাকি অংশ। বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ নিয়ে বেশ সিরিয়াস পিসিবি। কড়াকড়ি করা হচ্ছে খেলোয়াড়দের বিভিন্ন বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র বা এনওসি দেওয়ায়। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্ট সিরিজ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।