
বাংলাদেশ দলকে আফগানিস্তানের বিশেষ উপহার
প্রকাশিত হয়েছে - 2024-11-07T23:46:56+06:00
আপডেট হয়েছে - 2024-11-07T23:46:56+06:00
মাঠের ক্রিকেটে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। তবে মাঠের বাইরে বন্ধুত্বসুলভ সম্পর্কটা ঠিকই রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ এবং আফগানিস্তান দল। সেখানে নিজেদের ইতিহাস আর ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশ দলের হাতে বিশেষ উপহার তুলে দিয়েছে আফগানরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
sসিমন্সের হাতে হাতে বোনা কার্পেট তুলে দিচ্ছেন ট্রট। উপহার হিসেবে বাংলাদেশকে হাতে বোনা কার্পেট এবং বিশেষ
ফল দিয়েছে আফগানিস্তান দল। দুই দলের দুই অধিনায়ক আফগানিস্তানের হাশমতউল্লাহ শহীদি
এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর পাশাপাশি দুই দলের দুই প্রধান কোচকেও উপহার
বিতরণের অনুষ্ঠানে দেখা গেছে। আফগান প্রধান কোচ জোনাথন ট্রট বাংলাদেশের প্রধান কোচ
ফিল সিমন্সের হাতে তুলে দেন হাতে বোনা কার্পেট। সেই সাথে বিশেষ ফলও উপহার
হিসেবে দেওয়া হয়েছে। দুই দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম, ছবি সংবলিত দুইটি
প্ল্যাকার্ড দেখা গেছে দুই অধিনায়কের হাতে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে আফগানরা দাঁড় করায় ২৩৫ রানের পুঁজি। জবাবে বাংলাদেশ ভালোভাবেই এগোচ্ছিল। তবে আচমকা ব্যাটিং ধসে টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। ম্যাচটা ৯২ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান।
আগামী ৯ নভেম্বর মাঠে গড়াবে আফগানিস্তান এবং বাংলাদেশের
মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০
ব্যবধানে এগিয়ে আফগানরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।