
নিউ জিল্যান্ডের বিপক্ষে পুর্ণাজ্ঞ সিরিজের পূর্বে প্রস্তুতি হিসেবে টাইগাররা এখন অস্ট্রেলিয়ায়। ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে টাইগাররা যাবে নিউ জিল্যান্ডে। ২৬ নভেম্বর একদিনের সিরিজ দিয়ে বাংলাদেশের নিউ জিল্যান্ড সফর শুরু হবে। সাদা পোশাকে টাইগারদের লড়াই শুরু ১২ জানুয়ারী থেকে।
এক নজরে টেস্টে বাংলাদেশ-নিউজিল্যান্ড পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১১টি
জয়ঃ বাংলাদেশ- ০, নিউ জিল্যান্ড-৮
ড্র: তিনটি
দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৫০১ রান (বাংলাদেশ), ৫৫৩/৭ (ডি) (নিউ জিল্যান্ড)
দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ১০৮ রান (বাংলাদেশ), ১৭১ রান ( নিউ জিল্যান্ড)
ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: ৫৩৬ রান (তামিম ইকবাল), ৫৫৮ রান (ব্রেন্ডন ম্যাককালাম)
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: ১৮১ রান (মুমিনুল হক), ২০২ (স্টিফেন ফ্লেমিং)
বেশি সেঞ্চুরি: ২ টি (মুমিনুল হক, ব্রেন্ডন ম্যাককলাম)
বেশি হাফ সেঞ্চুরি: ৫টি (তামিম ইকবাল), ৩টি (কেন উইলিয়ামসন)
সর্বোচ্চ উইকেট: ২০টি (সাকিব আল হাসান), ৫১ টি (ড্যানিয়েল ভেট্রোরি)
বেস্ট বোলিং ফিগার: ৭/৩৬ (সাকিব আল হাসান), ৭/৫৩ (ক্রিস কেয়ার্নস)
সর্বোচ্চ ডিসমিসাল: ১৪টি ( মুশফিকুর রহিম), ২৮টি (ব্রেন্ডন ম্যাককলাম)