Scores

বাংলাদেশ ভক্তদের সুখবর দিল স্টার স্পোর্টস

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ। ফাইনাল জিতলে প্রথমবারের মতো পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে আয়োজিত কোন টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পাবে টাইগাররা। ফাইনালের পরই ইংল্যান্ডে উড়াল দিবে বাংলাদেশ দল। ইংল্যান্ডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। আর এ দুটি প্রস্তুতি ম্যাচকে ঘিরেই স্টার স্পোর্টসের কাছ থেকে সুখবর পেল টাইগার ভক্তরা।

 

Also Read - স্টেইন-রাবাদাকে নিয়ে শঙ্কার মেঘ কেটেছে


 

বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে কার্ডিফে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ একই ভেন্যুতে দু’দিন পর ২৮ তারিখ ভারতের বিপক্ষে। এতদিন আইসিসি ইভেন্টে শুধু মাত্র ভারতের সকল প্রস্তুতি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হতো, বাকিদের সবগুলো দেখানো হতো না সাধারণত টিভিতে।

তবে এবার এই নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে। বিশ্বকাপে এইবার ১০টি প্রস্তুতি ম্যাচের সবগুলোই সম্প্রচার করবে স্টার স্পোর্টস। যার ফলে বাংলাদেশের ভারত পাকিস্তান উভয়ের বিপক্ষেই ম্যাচগুলো টিভিতে দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করে আজ টুইট করেন বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাষ্টার স্টার মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সংযোগ গুপ্তা

গত চ্যাম্পিয়নস ট্রফিতেও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো এই দুই দল। উভয় প্রস্তুতি ম্যাচেই হার মানে বাংলাদেশ দল।

প্রসঙ্গত, টিভি পর্দায় সরাসরি সম্প্রচার করা হলেও এ সকল ম্যাচের রেকর্ড খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্ত হবেনা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

অনুশীলনে চোট পেয়েছেন মোসাদ্দেক

একই সাথে চলছে দুই দলের অনুশীলন

বিদায়ের আগে মাসাকাদজার স্মৃতিতে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’

সিপিএল খেলা হচ্ছে না আফিফের

বৃষ্টি থামলে বড় লক্ষ্য তাড়া করতে হবে বাংলাদেশকে