Scores

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সফরকে সামনে রেখে এক মাস আগেই জিম্বাবুয়ে দলের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর ও সিন উইলিয়ামস। আগামী মাসে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে আসবে দলটি।

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা

অক্টোবরে জিম্বাবুয়ে বাংলাদেশ সফর করবে। সেই সফরকে সামনে রেখে আগেই হামিল্টন মাসাকাদজাকে অধিনায়ক করে ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার টেলর, অলরাউন্ডার উইলিয়ামস ও আরভিন। তাদের অন্তর্ভুক্তি নিশ্চয়ই দলের জন্য বড় অনুপ্রেরণা।

তবে স্কোয়াডে নাম নেই সিকান্দার রাজার। সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই ব্যাটসম্যান। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট বোর্ডের সমলোচনা করেন তিনি। ছিলেন না ঘরের মাঠে ত্রিদেশীয় ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও। শুধু সিকান্দার রাজাই নয়, ক্রিকেট বোর্ডের সঙ্গে অর্থ সম্পর্কিত সমস্যার কারণে ছিলেন না টেইলর, উইলিয়ামস ও আরভিন।

Also Read - 'প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলে জিততে চাই’


ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি দলটি নিয়মিত অধিনায়ক ক্রেমারের। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার জার্ভিস ও সোলেমান মিরে। শুধু বাংলাদেশ সফরই নয় এই মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফর করবে জিম্বাবুয়ে। সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকদের সঙ্গে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্যও স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই বছর ত্রিদেশীয় সিরিজে। এছাড়া দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৫-১৬ তে।

এক নজরে জিম্বাবুয়ের স্কোয়াডঃ

ওয়ানডে স্কোয়াডঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সোলেমান মিরে, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, পিটার মুর, উইলিয়ামস, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, জার্ভিস, মাভুতা, রিচার্ড , জন নায়াম্বু, মাসাকাদজা, মুসাকান্দা, টেন্ডাই চাতারা, ঝুয়াও।

টেস্ট স্কোয়াডঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডল টেইলর,  উইলিয়ামস, আরভিন, পিটার মুর, রিগিস চাকাভা, তিরিপানো, জার্ভিস, মাভুতা, রিচার্ড, নায়াম্বু, মাসাকাদজা, চাতারা, বুরি।

আরও পড়ুনঃ ‘প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলে জিততে চাই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশ সিরিজে ধোনিকে রাখার পক্ষে নন গাভাস্কার

আইপিএল থেকে মালিঙ্গাদের উপর চাপ দেয়া হচ্ছে!

সাকিব-রিয়াদের অনুপ্রেরণাতেই সফল আমিনুল

‘আমাদের এই জায়গাটাতে ঘাটতি রয়েছে’

‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি’