
আর কয়েক সপ্তাহ পরই দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের অংশ হয়ে বাংলাদেশে পাড়ি জমাবেন অজি ব্যাটসম্যান উসমান খাজাও। এর আগে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার মনে করছেন, বাংলাদেশ সফরে মাঠের লড়াই কঠিন হবে সফরকারীদের জন্য।
সফরে আসার আগে বাংলাদেশের কন্ডিশনকে রীতিমতো ভয় পাচ্ছেন উসমান খাজা। অস্ট্রেলীয়দের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে স্বাগতিকদের বিপক্ষে খেলা স্বভাবতই সহজ নয়, এবং খাজার চোখে তা ‘কঠিন’।
ভারতের মাটিতে স্বাগতিকরা বরাবরই অপ্রতিরোধ্য দল। অস্ট্রেলীয় এই ক্রিকেটার বাংলাদেশকে দেখছেন ভারতের মতো করেই। তিনি বলেন, ‘তারা নিজ মাঠে খুব ভালো, অনেকটা ভারতের মতো। তাদের উইকেটও অনেকটা ভারতের কাছাকাছি। এটা চ্যালেঞ্জিং হবে।’
পরিবেশের কারণে বাংলাদেশকে মোকাবেলা করা সফরকারীদের জন্য কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সফর কঠিন হবে। কারণ আমি আগে বাংলাদেশে যাইনি। যতটুকু খবর পেয়েছি এটা বেশ জনাকীর্ণ এলাকা। আমাদের অস্ট্রেলিয়ার চেয়ে একেবারে ভিন্ন পরিবেশ।’
মুশফিকুর রহিমের দলকে সমীহ করে খাজা আরও বলেন, ‘লোকজন মনে করতে পারে– বাংলাদেশ এ আর এমন কী, সহজ একটা জয় পাব। কিন্তু বিষয়টা আর তেমন নেই।’
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম