██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাজবল ক্রিকেটে আস্থা রেখেই এগিয়ে যেতে চান ক্রোলি

কিছুটা ঘষামাজা করে বাজবল নিয়েই এগোতে চান ইংলিশ ওপেনার।

বাজবল ক্রিকেটে আস্থা রেখেই এগিয়ে যেতে চান ক্রোলি

বাজবল ক্রিকেটে আস্থা রেখেই এগিয়ে যেতে চান ক্রোলি

প্রকাশিত হয়েছে - 2024-03-29T19:09:31+06:00

আপডেট হয়েছে - 2024-03-29T19:09:31+06:00

ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকসের যুগে ইংল্যান্ডের টেস্ট খেলার ধরন আমূল বদলে গেছে। ধ্রুপদী টেস্ট ক্রিকেটের নীতি থেকে বেরিয়ে এসে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়ার চরম আক্রমণাত্মক মানসিকতা নিয়েই এখন টেস্ট খেলতে নামে ইংলিশরা। নতুন ধাঁচের এই খেলা বিশ্বজুড়ে বাজবল ক্রিকেট নামেই পরিচিত।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

ভারতের মাটিতে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ডের বাজবল। ছবি : গেটি ইমেজস

বাজবল ক্রিকেট দিয়ে দুনিয়ায় যেন কাঁপন ধরিয়ে দিয়েছিল ম্যাককালাম-স্টোকসের ইংল্যান্ড। বাজবল যুগে প্রথম ১১ টেস্টের মধ্যে ১০টিতেই জয় পায় ইংল্যান্ড। কিন্তু সর্বশেষ ১২ টেস্টের মধ্যে ৭ ম্যাচে হেরেছে বাজবলে বলীয়ান ইংলিশরা। ভারত সফরে এসে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ডের বাজবল। ৫ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটা জেতার পর বাকি ৪ ম্যাচে হেরেছে ইংলিশরা। সিরিজটা হেরেছে ৪-১ ব্যবধানে। ভারতে এমন ভরাডুবির পর তাই আরও একবার আলোচনা উঠেছে বাজবলকে নিয়ে।

তবে ইংল্যান্ডের টেস্ট দলের ওপেনার জ্যাক ক্রোলি বাজবল কৌশলে অত বেশি পরিবর্তন আনার পক্ষে নন। এতদিন ইংল্যান্ড যেভাবে খেলেছে সেভাবেই খেলে যাওয়ার পক্ষে ক্রোলি।


সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে ক্রোলি বলেন, ‘আমরা সত্যি বলতে কখনোই আস্থা হারাইনি এবং একই মানসিকতা ধরে রেখেছি। সিরিজজুড়েই একই মানসিকতা ছিল আমাদের এবং আমার মনে হয় না, এতে কোনো দাম্ভিকতা ছিল। আমরা সত্যিকার অর্থেই নিজেদের ওপর ভরসা রেখেছি এবং বিশ্বাস রেখেছি যে সিরিজ জিততে পারি।’


ভারত সিরিজের ব্যাপারে ক্রোলি বলেন, ‘সবকটি ম্যাচেই একটা পর্যায়ে আমাদের সম্ভাবনা ছিল এবং আমরা খেলায় ছিলাম। এর আগে যখন আমি ভারত সফরে গিয়েছিলাম, তখন তো আমরা লড়াইয়েই থাকতে পারিনি। এবার আমরা নিজেদের ভালো সম্ভাবনা জাগিয়েছি। তবে সত্যি বলতে, ওদের (ভারতের) মতো যথেষ্ট নিখুঁত হতে পারিনি আমরা।’

 

ক্রোলির মতে, ‘রাঁচিতে (চতুর্থ টেস্টে) আমাদের জেতা উচিত ছিল। জিতলেই সিরিজ ২-২ হতো এবং তখন শেষ টেস্টে কী হতে পারত, কেউ জানে না। পিছিয়ে পড়ে মোমেন্টাম প্রতিষ্ঠা করা সবসময়ই কঠিন। পাঁচ দিন ধরে লড়াইয়ে তাদের স্কিল তো কোনো না কোনো পর্যায়ে ফুটে উঠবেই এবং তারা (ভারত) অসাধারণ এক দল। তার পরও সফর উপভোগ্য ছিল। আমরা ভালো চেষ্টা করেছি এবং শেখার অনেক কিছু আছে এখান থেকে।’

 জ্যাক ক্রোলি। ছবি : গেটি ইমেজস

ক্রোলির মতে, ‘ঘরের মাঠে টানা ১৭ সিরিজ জিতেছে ভারত। এটাকে উল্টে দিতে পারলে বিশেষ কিছু হতো। পারিনি আমরা, তবে তাতে আমরা খুব ভেঙে পড়ছি না। আমাদের চেনা পথেই আমরা অটল থাকব, শুধু আরেকটু ভালোভাবে করার চেষ্টা করব।’

 

তিনি আরও জানিয়েছেন, আমরা সব সময়ই চাপ নেওয়া এবং প্রতিপক্ষকে চাপ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলি। গত দুই বছরে আমরা প্রতিপক্ষকে চাপ ফিরিয়ে দেওয়ার কাজটি বেশ ভালোভাবে করেছি। আমরা এসব ক্ষেত্রে সঠিক মুহূর্তটি বেছে নেওয়ার ব্যাপারেও কথা বলেছি। নিশ্চয়ই আমরা সেসব ঘষামাজা করতে পারি।

 

ক্রোলি আরও বলেন, ‘এর মানে এই না যে আমরা আরও নেতিবাচক হয়ে উঠব। আমরা যেভাবে খেলে এসেছি, এখনো সেভাবেই খেলার চেষ্টা করব। দ্রুত রান তোলার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, যখন তারা (প্রতিপক্ষ) এগিয়ে থাকবে, আমাদের চাপ সামলাতে হবে।


ইংল্যান্ডের পরবর্তী সিরিজ আগামী জুলাইয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিন টেস্টের সিরিজে নিশ্চিতভাবেই বাজবলে ঘষেমেজে আবারও দাপুটে ক্রিকেটের ধারায় ফিরতে চাইবে ইংল্যান্ড।  

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.