██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাটলারের স্বপ্নের একাদশে আছেন যারা

পাঁচ ক্রিকেটার বেছে নিয়েছেন বাটলার।

বাটলারের স্বপ্নের একাদশে আছেন যারা

আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা

প্রকাশিত হয়েছে - 2023-10-02T13:12:46+06:00

আপডেট হয়েছে - 2023-10-02T13:13:27+06:00


বিশ্বকাপ শুরু হতে বাকি আর কয়েক দিন। ক্রিকেটপ্রেমীরা যখন ক্ষণ গুনছেন আসর শুরুর এমন সময় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার প্রকাশ করেছেন তার স্বপ্নের একাদশের পাঁচ ক্রিকেটারকে। উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।


জস বাটলার



ইংল্যান্ডের সাদা বলে ক্রিকেটের অন্যতম বড় নাম জস বাটলার। মরগানের নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাটলার। তারপর বাটলারের নেতৃত্বে ২০২২ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সীমিত ওভারের ক্রিকেটে সাত সহস্রাধিক রান করেছেন বাটলার। ব্যাটিং সামর্থ্যের পাশাপাশি নেতৃত্বগুনে অসাধারণ জস বাটলার। 


আইসিসির সাথে আলোচনায় নিজের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানের ভিত্তিতে নিজের স্বপ্নের ওয়ানডে একাদশের প্রথম পাঁচজনকে বেছে নিয়েছেন বাটলার। তারা হলেন রোহিত শর্মা, কুইন্টন ডি কক, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যানরিখ নরকিয়া, আদিল রশিদ। 


ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাটলারের প্রথম পছন্দ। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের সাথে দ্রুত রান তোলার সামর্থ্য, শটমেকিংয়ের দক্ষতা যেকোন বিবেচনায় রোহিত যে কারো জন্য সেরা প্রথম পছন্দ। একইসাথে ওয়ানডে ফরম্যাটে তিনটি ডাবল সেঞ্চুরি আছে তার। 


বাটলারের দ্বিতীয় পছন্দ দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। ধ্বংসাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ওয়ানডে ফরম্যাট ছয় শতাধিক রান তাকে রোহিতের যোগ্য সঙ্গী বানাতে যথেষ্ট। দলের চাহিদা অনুযায়ী খেলা, চাপ সামলানোর দক্ষতা তাকে যে দলের টপ অর্ডারের সেরা খেলোয়াড় বানাবে।


বাটলারের স্বপ্নের একাদশের তৃতীয় ক্রিকেট অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দলের হয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন তিনি। তার অবস্থান দলে বৈচিত্র্য এনে দেয়। মিডল অর্ডারে তার পাওয়ার হিটিং যেকোনো মুহূর্তে খেলা পাল্টে দিতে পারে।


পেসারদের মধ্যে বাটলারের পছন্দ অ্যানরিখ নরকিয়াকে। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং সেনসেশন নরকিয়া। ধারাবাহিকভাবে ঘন্টায় ১৪৫ কিলোমিটারের অধিক গতির বল সেরা ব্যাটারদেরও চাপে ফেলে দেয়।


বাটলারের আরেক পছন্দ তার সতীর্থ ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রশিদ। তার স্পিন ভেলকিতে নামীদামি ব্যাটাররাও পরাস্ত হয়েছেন। দুই দিকে বল টার্ন করানো এবং গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিতে যেকোন দলেই রশিদ হবেন আদর্শ ক্রিকেটার।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.