বাপ্পির একক প্রদর্শনীতে থাকছে ক্রিকেটারদের চিত্রশিল্প

Rasheduzzaman RakibEditor
প্রকাশিত হয়েছে - 2017-01-26T17:22:03+06:00
আপডেট হয়েছে - 2017-01-26T17:22:53+06:00
'ক্রিকেট' বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আর ক্রিকেটাররা দেশের সবচেয়ে বড় তারকা। তাই, সব মাধ্যমেই ক্রিকেট পাচ্ছে আলাদা নজর। আসছে ২৭ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পির একক চিত্র প্রদর্শনী ‘অনন্ত যাত্রা’। এই প্রদশর্নীতে প্রকৃতির মাঝে আশ্চর্য্য মিলের অসাধারণ কিছু চিত্রকর্মের পাশাপাশি থাকছে বাংলাদেশের ক্রিকেটারদের কিছু চিত্রশিল্প।

ধানমন্ডির এ্যালেয়েন্স ফ্রান্সেসে তরুণ নির্মাতা এবং চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পি'র একক এই প্রদর্শনীর পর্দা উঠবে আগামীকাল শুক্রবার বিকাল ৫ টায়। উদ্ধোধনী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুস্তাফা মনোয়ার, মামুনুর রশিদ, তাহসান খান প্রমুখ। এর আগে বাপ্পী দেশে ৫টি এবং দেশের বাইরে ৩টি একক চিত্র প্রদর্শনী করেছেন। অন্যদিকে গ্রুপ শো করেছেন ৫০ টির বেশি।
বাপ্পির এই একক নবম প্রদর্শনী চলবে ৭ দিন ধরে। শুক্র ও শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এরপর বিকাল ৫ টা থেকে রাত ৮টা। রবিবার থাকছে বন্ধ। অন্যদিকে সোমবার-বৃহস্পতিবার এই প্রদশর্নী খোলা থাকবে দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।