Scores

বাবরের নেতৃত্বে পাকিস্তানের প্রথম ওয়ানডের স্কোয়াড ঘোষণা

ওয়ানডে অধিনায়ক হিসেবেও অভিষেক হতে চলেছে বাবর আজমের। পাকিস্তানের সীমিত ওভারের দুই ফরম্যাটের অধিনায়ক এর আগে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করলেও ওয়ানডে ক্রিকেটে এবারই তার নেতৃত্বে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

বাবরের নেতৃত্বে পাকিস্তানের প্রথম ওয়ানডের স্কোয়াড ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক বাবর তার প্রথম সিরিজে মাঠে নামছেন। প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সেই দলে নেই লেগ স্পিনার শাদাব খান।

Also Read - লাইভে আসছেন সাকিব, উত্তর দিবেন ১০ জন কমেন্টকারীর


দলের বোলিং আক্রমণের অন্যতম বড় ভরসা ও সহ-অধিনায়ক শাদাব নেই মূলত চোটের কারণে। প্রস্তুতি ম্যাচে বাম পায়ে চোট পাওয়া শাদাবকে নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। ম্যাচের আগের দিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে- প্রথম ম্যাচে তার অংশ নেওয়া হচ্ছে না।

৩০ অক্টোবর ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ৮ ও ১০ নভেম্বর। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

ইংল্যান্ডকে ফাইনালের ভেন্যু নির্বাচন করায় তোপের মুখে আইসিসি

মহারাজের রাজত্বে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

ফাইনালের মহারণের চতুর্থ দিনও ভেসে গেল বৃষ্টিতে

আগ্রহ হারালে খেলা ছেড়ে দেবেন অশ্বিন