রশিদের দাবি বাবর-আশরাফের কথা বন্ধ, অভিযোগ প্রত্যাখ্যান পিসিবির
সাবেক পাকিস্তানি তারকা রশিদ লতিফের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পিসিবি।
রশিদ লতিফের অভিযোগ প্রত্যাখ্যান পিসিবির
প্রকাশিত হয়েছে - 2023-10-29T08:19:54+06:00
আপডেট হয়েছে - 2023-10-29T08:19:54+06:00
বিশ্বকাপে বাজে সময় পার করছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জয়ের পর হেরেছে টানা চার ম্যাচ। ফলে সেমিফাইনালে খেলা প্রায় অসম্ভব তাদের জন্য। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছে পাকিস্তান। এরই মধ্যে নতুন করে আলোচনায় বাবর আজমের অধিনায়কত্ব।
বাবর আজম
পাকিস্তানের সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। সামনে আসছে বাবরের রক্ষণাত্মক অধিনায়কত্বও। সাবেক পাকিস্তানি তারকা রশিদ লতিফ দাবি করেছিলেন, বাবরদের সাথে কথা বলছেন না পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।
লতিফ রাষ্ট্রীয় মালিকানাধীন পিটিভি স্পোর্টস চ্যানেলে দাবি করেছেন, "আমি একটি বিষয় জানি যে বাবর যখন ভারত থেকে ফোন করে তখন চেয়ারম্যানের (জাকা আশরাফ) কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি।”
রশিদ আরো বলেন, "খেলোয়াড়রা বেতন পাননি… চেয়ারম্যান অধিনায়ককে সাড়া দিচ্ছেন না এবং এই পরিস্থিতিতে আমরা দলের কাছ থেকে কী আশা করব?"
তবে লতিফের এমন মন্তব্য আশ্চর্যান্বিত পিসিবি। পিসিবি জানিয়েছে বাবরের সাথে পিসিবি চেয়ারম্যানের কোন কথাই হয়নি। বাবর সাথে দীর্ঘ আলাপ হয়েছিল চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের সাথে। পরে বাবর কেন্দ্রীয় চুক্তি সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের প্রশংসা করেন।
এর বাইরে ভারতে বাবর আজম ও জাকা আশরাফের মধ্যে আলোচনা হয়েছে। তবে রশিদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা। লতিফের দাবির বিপরীতে পিসিবির অভ্যন্তরীণ সূত্রগুলো এই অভিযোগ অস্বীকার করেছে। বোর্ডের কর্মকর্তারা লতিফের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, বাবর জাকা আশরাফকে কোনও কল বা বার্তা পাঠাননি।
বোর্ডের এক প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের সঙ্গে ফোনে কথা বলেন বাবর। এই কথোপকথনে বাবর কেন্দ্রীয় চুক্তির সমস্যা সমাধানে জাকা আশরাফের ভূমিকার জন্য তার প্রশংসা করেছেন বলেও জানা গেছে। তাছাড়া আশরাফ যখন ভারত সফরে গিয়েছিলেন, তখন আশরাফের সাথে বাবরের বৈঠকও হয়েছিল।
তাই পিসিবির কর্মকর্তারা জোর বলেছেন যে বাবর আজমকে উপেক্ষা করার বিষয়ে আলোচনা ভিত্তিহীন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।